300X70
শুক্রবার , ১৭ মে ২০২৪ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
 1. অপরাধ ও দূর্নীতি
 2. আইন ও আদালত
 3. আনন্দ ঘর
 4. আনন্দ ভ্রমন
 5. আবহাওয়া
 6. আলোচিত খবর
 7. উন্নয়নে বাংলাদেশ
 8. এছাড়াও
 9. কবি-সাহিত্য
 10. কৃষিজীব বৈচিত্র
 11. ক্যাম্পাস
 12. খবর
 13. খুলনা
 14. খেলা
 15. চট্টগ্রাম

পাঠাও-এর ‘পাঠাও ডায়মন্ড ফর মা’ ক্যাম্পেইন থেকে ডায়মন্ডের নোস পিন জিতলো ১০ জন মা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ১৭, ২০২৪ ১২:৪৭ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : বিশ্ব মা দিবস উপলক্ষে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও সর্ববৃহৎ ডিজিটাল সার্ভিস প্লাটফর্ম পাঠাও নিয়ে এসেছিলো একটি বিশেষ ক্যাম্পেইন ‘পাঠাও ডায়মন্ড ফর মা’।

ক্যাম্পেইনটি শুরু হয়েছিলো ৮ থেকে ১৪ মে, যার লক্ষ্য ছিলো মায়ের সাথে ভালোবাসার বন্ধনের সম্পর্কটি সবার সাথে শেয়ার করা।
আমাদের বেড়ে ওঠা থেকে শুরু করে দৈনন্দিন জীবনে মায়ের ভূমিকা অপরিসীম। আর এই সম্পর্কটি উদযাপন করতেই পাঠাও-এর এই বিশেষ ক্যম্পেইনটি করা হয়েছিলো।

আগ্রহীরা তাদের মায়ের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর ছবি তুলে নিজ প্রোফাইল #PathaoDiamondForMaa ইউজ করে পাবলিকলি পোস্ট করে খুব সহজেই এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছিলেন।
এই বিশেষ দিবসটিকে স্মরণীয় করে তুলতে ক্যাম্পেইনের সবচেয়ে বড়ো আকর্ষণ ছিলো উপহার হিসেবে মায়েদের জন্য ডায়মন্ড নোজ পিন। এই আকর্ষণীয় উপহার ও সহজে অংশগ্রহণ করার সুযোগ থাকায় ক্যাম্পেইনটি প্রচুর সাড়া পায়।

পাঠাও এই ক্যাম্পেইনের ১০ জন বিজয়ী নির্বাচন করতে, অংশগ্রহণকারীদের নিজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিগুলো থেকে ১০টি ছবি বেছে নেয়। আর একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে ১০ জন বিজয়ীদের মায়েদের জন্য ডায়মন্ড নোজ পিন হাতে তুলে দেয়। পাঠাও হেডকোয়ার্টারে ১৫ই মে, ২০২৪ এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনের বিজয়ীরা ছিলেন আক্তার শাহানা, দিলশাদ এশা, ইসরাত জাহান, মোঃ ফারহান আবির, জুবায়ের আহমেদ খান, নিশা খান, মালিহা আহমেদ, আবির খান, অভ্র দীপ এবং শেখ আবির আহমেদ।
২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও, এমন একটি ডিজিটাল প্লাটফর্ম তৈরি করছে যা অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার পাশাপাশি সবার দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি এবং ই-কমার্স লজিস্টিকসে পাঠাও শীর্ষস্থানে রয়েছে।

১০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী, ৩,০০,০০০ ড্রাইভার ও ডেলিভারি এজেন্ট, ১,০০,০০০ মার্চেন্ট এবং ১০,০০০ রেস্টুরেন্ট নিয়ে পরিচালনা করছে পাঠাও। প্ল্যাটফর্মটি বাংলাদেশে ৫,০০,০০০-এরও বেশি কাজের সুযোগ তৈরি করেছে, যা
দেশের ডিজিটাল অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত
ব্রেকিং নিউজ :