বাঙলা প্রতিদিন ডেস্ক : অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড (এবিবি)-এর চেয়ারম্যান সেলিম আর. এফ. হোসেনের নেতৃত্বে সংগঠনটির একটি প্রতিনিধিদল জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সেক্রেটারি আবু হেনা মো. রহমাতুল মুনিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় এবিবির নেতারা তাঁকে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে পুনর্নিযুক্ত হওয়ায় অভিনন্দন জানান।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) এ অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন এবিবি’র সেক্রেটারি জেনারেল ও প্রাইম ব্যাংক পিএলসি- এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও হাসান ও. রশীদ।
এ সময় এবিবি’র নেতারা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সাথে ব্যাংকিং খাতের করব্যবস্থা নিয়ে আলোচনা করেন এবং তাঁর কাছে এবিবি’র প্রস্তাবনাগুলোও তুলে ধরেন।