300X70
সোমবার , ১ এপ্রিল ২০২৪ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
 1. অপরাধ ও দূর্নীতি
 2. আইন ও আদালত
 3. আনন্দ ঘর
 4. আনন্দ ভ্রমন
 5. আবহাওয়া
 6. আলোচিত খবর
 7. উন্নয়নে বাংলাদেশ
 8. এছাড়াও
 9. কবি-সাহিত্য
 10. কৃষিজীব বৈচিত্র
 11. ক্যাম্পাস
 12. খবর
 13. খুলনা
 14. খেলা
 15. চট্টগ্রাম

প্যারাসুট অ্যাডভান্সডের ক্যাম্পেইনের বিজয়ীরা আকাশপথে যাচ্ছেন কক্সবাজার

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ১, ২০২৪ ২:৪৫ অপরাহ্ণ

প্রতিযোগিতার অংশ হিসেবে, বিজয়ী ৮জন তাদের মা সহ প্যারাসুট অ্যাডভান্সডের পক্ষ থেকে দুই দিনের জন্য বিমানে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন

বাঙলা প্রতিদিন প্রতিবেদক : দেশের মোস্ট লাভড হেয়ার অয়েল ব্র্যান্ড প্যারাসুট অ্যাডভান্সড আয়োজিত বিশেষ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে। বিজয়ী ৮জন তাদের মা সহ (তাদের পছন্দের তৃতীয় ব্যাক্তিও সঙ্গে থাকতে পারবেন) প্যারাসুট অ্যাডভান্সডের পক্ষ থেকে দুই দিনের জন্য বিমানে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন।

সম্প্রতি আয়োজিত ‘মায়ের সাথে আকাশপথে’ ক্যাম্পেইনটি অংশগ্রহণকারীদের কাছ থেকে ব্যাপক সাড়া পায়। #প্যারাসুটঅ্যাডভান্সড এবং #মাইমাদারমাইস্ট্রংরুট হ্যাশট্যাগ ব্যবহার করে বিভিন্ন ছবি ও লেখনীর মাধ্যমে তারা মায়েদের সাথে তাদের আবেগপূর্ণ গল্পগুলো তুলে ধরে। প্রতিটি গল্পেই মায়ের সাথে তাদের সম্পর্কের মজবুত বন্ধন কীভাবে তাদের সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা যুগিয়েছে তা উঠে আসে। অসংখ্য সৃজনশীল গল্প থেকে সেরা ৮ জন প্রতিযোগী বিজয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন- ময়মনসিংহ থেকে আসমা হোসেন মৌ, ঢাকা থেকে আশা পল, রংপুর থেকে সুদীপ্ত কবির দ্বীপ, খুলনা থেকে সুরাইয়া আজমী মৌলি, মুন্সীগঞ্জ থেকে তামান্না, রাজশাহী থেকে নওশীন জুঁই, নেত্রকোনা থেকে মেহজাবিন মারিয়া, এবং চট্টগ্রাম থেকে শুভ্রা দাস চৌধুরী।

জনপ্রিয় অভিনেত্রী ও তারকা মেহজাবীন চৌধুরী বলেন, “মায়েরা তাদের সন্তানদের চাহিদাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে এবং তাদের জীবনকে সমৃদ্ধ করতে প্রতিনিয়ত ত্যাগ স্বীকার করেন। সন্তানদের জীবনে মায়েরাই প্রথম মজবুত ভিত্তি, যিনি তাদের ভেতর-বাহির থেকে আত্নবিশ্বাসী করে তোলেন। এই ক্যাম্পেইনের মাধ্যমে প্যারাসুট অ্যাডভান্সড সন্তানদের সুযোগ করে দিয়েছে সেসকল মায়েদের জন্য দারুণ কিছু করার। ভোক্তাদের সাথে সংযোগ স্থাপনে এবং তাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে প্যারাসুট অ্যাডভান্সড সর্বদা প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে আমার বিশ্বাস।”

প্যারাসুট অ্যাডভান্সডের ‘মায়ের সাথে আকাশপথে’ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ব্র্যান্ডটির অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :