অর্থনৈতিক প্রতিবেদক. বাঙলা প্রতিদিন : প্রবাসী গ্রাহক ও রেমিটারদের উন্নত ব্যাংকিং সেবা দেওয়ায় জনতা ব্যাংক লিমিটেডের এনআরবি কর্পোরেট শাখা বিশেষ সম্মাননা অর্জন করেছে।
গত শুক্রবার স্কলার্স বাংলাদেশ ফাউন্ডেশন এবং সেন্টার ফর এনআরবি ফাউন্ডেশন আয়োজিত ৬ষ্ঠ প্রবাসী দিবস পালন অনুষ্ঠানে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি শাখার এজিএম এম, এম মহিতুর ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি, স্কলার্স বাংলাদেশ ফাউন্ডেশনের আহবায়ক এম ই চৌধুরী শামীম ও সদস্য সচিব দিলারা আফরোজ খান রুপা উপস্থিত ছিলেন।