বাঙলা প্রতিদিন ডেস্ক : দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এর আয়োজনে দিনাজপুরের বীরগঞ্জ গ্রামের জগদল বাজারে এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রান্তিক কৃষকদের মাঝে প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ করা হয়।
প্রিমিয়ার ব্যাংকের এসএমই এবং কৃষি ঋণ বিভাগের ইভিপি ও বিভাগীয় প্রধান জনাব আসিফ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, রংপুরের পরিচালক জনাব মোঃ সাখাওয়াত হোসেন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক (প্রধান কার্যালয়) এর কৃষি ঋণ বিভাগের অতিঃ পরিচালক জনাব ডঃ মোঃ আবু বক্কর সিদ্দিক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুরের অতিরিক্ত উপ পরিচালক (শস্য) জনাব মোঃ আনিছুজ্জামান ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, ভেটেরিনারি হাসপাতাল বীরগঞ্জ এর ভেটেরিনারি সার্জন ডাঃ শামীমা বেগম।
এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের রংপুর শাখার ব্যবস্থাপক মোঃ রেজাউল করিম, দিনাজপুর শাখার ব্যবস্থাপক মোঃ ইমরান মেহেদী ও সৈয়দপুর শাখার ব্যবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমান সহ উক্ত এলাকার কৃষাণ-কৃষাণীগণ।
অনুষ্ঠানে মোট ১৫০ জন প্রান্তিক কৃষককে চেক প্রদানের মাধ্যমে প্রকাশ্যে কৃষি ঋণ প্রদান করা হয়।