বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে “ নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার (২৫ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে দুপুর ১ টায় একটি সড়ক র্যালি বের করা হয়। র্যালিটি শহেরর প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুৎফুন নাহার।
এসময় বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা হামদি , উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রিয়েল, ভেটেরিনারী সার্জন শাহরিয়ার আরমান, আরডিও কাজী শোয়াইব আজমী, প্রভাষক মোসাদ্দেকুর রহমান মানিক, সফল মৎস্য চাষী মুছা তারেক, মৎস্যজীবী গঙ্গারাম দাস সহ মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয় এবং উপজেলা সরকারি গণগ্রন্থাগারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।