রাজু আহমেদ : স্বর্ণশিল্প বাংলাদেশের প্রাচীনতম শিল্পগুলোর একটি। পাকিস্তানের জালিপুরে পাওয়া প্রাচীন স্বর্ণালঙ্কার খ্রিস্টপূর্ব ৩৫০০ সালে তৈরি বলে ধারণা করা হয়। প্রাচীন সিন্ধু সভ্যতার নিদর্শন হরপ্পা ও মহেঞ্জোদারোতেও স্বর্ণালঙ্কারের বহু নিদর্শন পাওয়া গেছে।
বাংলাদেশে অলঙ্কারের সবচেয়ে প্রাচীন নমুনা পাওয়া যায় মহাস্থানগড়ে- যার সময়কাল খ্রিস্টপূর্ব দ্বিতীয় ও প্রথম শতক। নরসিংদীর ওয়ারি বটেশ্বরেও খ্রিস্টপূর্ব ৪৫০ থেকে ৩৭০ সালের অলঙ্কারের নমুনা পাওয়া গেছে। ইতিহাস ও পুরাতাত্ত্বিক গবেষণায় প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশে ধারাবাহিকভাবে স্বর্ণ ব্যবহারের প্রমান পাওয়া যায়।
স্বর্ণে বিনিয়োগ কেনো জনপ্রিয় :
পৃথিবী জুড়েই স্বর্ণ ও স্বর্ণালঙ্কার মূল্যবান ও নির্ভরযোগ্য সম্পদ ও আভিজাত্যের প্রতীক। হিসেবে বিবেচিত। সহজেই নগদ অর্থে রূপান্তরযোগ্য হওয়ায় অলঙ্কার ব্যবহারের পাশাপাশি আপদকালীন সঞ্চয় হিসেবেও সব শ্রেণীর মানুষের কাছে স্বর্ণ সংগ্রহ ও সংরক্ষণের প্রবণতা দেখা যায়।
বাজার মূল্যের ইতিবাচক পরিবর্তনের কারণে নগদ অর্থের চেয়ে সঞ্চয় হিসেবে স্বর্ণ বেশি লাভজনক। সাধারণভাবে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় এই বিনিয়োগ লাভজনক। এ খাতে বিনিয়োগ অনেকটা ঝুঁকিমুক্ত। ব্যবহারিক উপযোগিতা থাকায় সব শ্রেণীর মানুষের কাছেই এর আকর্ষণ বিনিয়োগের অন্যান্য ক্ষেত্রের চেয়ে বেশি।
বেশ কয়েক বার বড় ধরনের ধসের কারণে দেশের শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সাধারণ মানুষের আস্থার ঘাটতি রয়েছে। অধিকাংশ মানুষই বিনিয়োগ হিসেবে স্বর্ণ সংরক্ষণকে নিরাপদ মনে করে।
বাংলাদেশের স্বর্ণশিল্প :
বাংলাদেশের প্রাচীনতম শিল্পগুলোর মধ্যে স্বর্ণশিল্প অন্যতম। নানা সীমাবদ্ধতার কারণে দেশে এই শিল্পের সামগ্রিক বিকাশ ঘটেনি। প্রযুক্তির ব্যবহার, উৎপাদন প্রক্রিয়া ও উদ্ভাবনী ক্ষেত্রেও প্রয়োজনীয় অগ্রগতি হয়নি। চাহিদা ও প্রয়োজনের সঙ্গে তাল মিলিয়ে স্বর্ণের অনুপলবদ্ধতা, বিশ্ববাজারে প্রতিযোগিতাসক্ষম বৃহৎ বিনিয়োগের অভাব। উৎপাদিত পণ্যের বাজারজাতকরণে স্থানীয় বাজারের উপর নির্ভরশীল হয়ে থাকায় এ শিল্পের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যায়নি।
বাংলাদেশে স্বর্ণের চাহিদা ;
দেশে স্বর্ণের চাহিদা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না। তবে কয়েক বছর আগে রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) একটি সমীক্ষায় বলা হয়েছিল, দেশে স্বর্ণের বার্ষিক চাহিদা প্রায় ৪৩ মেট্রিক টন। ২০১৮ সালের স্বর্ণ নীতিমালার (সংশোধিত ২০২১) প্রস্তাবনায় দেশে স্বর্ণের বার্ষিক চাহিদা ২০ থেকে ৪০ মেট্রিক টন উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশের স্বর্ণশিল্প : প্রতিবন্ধকতা ;
সঠিক নীতিমালার অভাবে স্বাধীনতার পর থেকে দীর্ঘকাল দেশে বৈধ পথে স্বর্ণ আমদানি হয়নি।
দেশের স্বর্ণ শিল্পে মৌলিক কাঁচামালের মূল উৎস ছিল পারিবারিক উত্তরাধিকার সূত্রে পাওয়া পুরনো স্বর্ণ এবং ব্যাগেজ রুলসের আওতায় ব্যক্তি পর্যায়ে বিদেশ থেকে আনা স্বর্ণ। এই প্রক্রিয়ায় দেশে স্বর্ণের মোট চাহিদার মাত্র ১০ শতাংশ পূরণ করা সম্ভব হতো।
২০১৮ সালের স্বর্ণ নীতিমালার (সংশোধিত ২০২১) প্রস্তাবনায় মন্তব্য করা হয়েছে, ‘প্রতিবছর দেশে নতুন স্বর্ণের চাহিদা প্রায় ১৮ থেকে ৩৬ মেট্রিক টন- যার সিংহভাগ বৈধভাবে আমদানিকৃত স্বর্ণের মাধ্যমে পূরণ হয় না বলে আশংকা করা হয়’।
অর্থাৎ দেশে মোট স্বর্ণের চাহিদার বড় অংশ অবৈধ উপায় বা চোরাচালানের মাধ্যমে যোগান দেয়া হয় বলে সরকারের এই নীতিমালায়ই ইঙ্গিত দেয়া হয়েছে।
এ অবস্থায় স্বর্ণের বাজারে স্বচ্ছতা আনতে ২০১৮ সালে স্বর্ণ নীতিমালা প্রণয়ন করা হয়। এই নীতিমালার আওতায় ১৯টি প্রতিষ্ঠান স্বর্ণ আমদানির ডিলার লাইসেন্স গ্রহণ করে।
স্বর্ণালঙ্কারের বিশ্ববাজার;
সারা বিশ্বে ২০২১ সালে সব রকম অলঙ্কারের বাজারের মোট আকার ছিল ২৪৯ দশমিক ০২ বিলিয়ন ডলার- যার ৪০ শতাংশই স্বর্ণালঙ্কার।
২০২২ সালে এ খাতে বাণিজ্যের পরিমান ছিল ২৬৯ দশমিক ১৯ বিলিয়ন ডলার। প্রতিবছর গড়ে সাড়ে ৮ শতাংশ হারে প্রবৃদ্ধি ধরে ২০৩০ সালে অলঙ্কার শিল্পের মোট বাজার হবে ৫১৮ দশমিক ৯০ বিলিয়ন ডলার।
বিশ্ববাজারের প্রায় ৬০ শতাংশ অংশীদার এশিয়া-প্যাসেফিক অঞ্চল। উৎপাদক ও রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে বেলজিয়ামসহ ইউরোপের বিভিন্ন দেশ, চীন এবং ভারত। আমদানিতে শীর্ষে আছে সুইজারল্যান্ড, চীন, যুক্তরাজ্য, হংকং, যুক্তরাষ্ট্র, ভারত, আরব আমিরাত, বেলজিয়াম, জার্মানি ও সিংগাপুর।
হাতে তৈরি অলঙ্কারের প্রায় ৮০ শতাংশ বাংলাদেশ ও ভারতে উৎপাদিত হয়।
বিশ্ববাজারে হাতে তৈরি অলঙ্কার রপ্তানিতে বাংলাদেশ খুব বেশি ভূমিকা রাখতে পারছে না। চাহিদার প্রায় পুরোটাই রপ্তানি করছে ভারত।
২০২১-২২ অর্থবছরে অলঙ্কার রপ্তানি থেকে ভারতের আয় ছিল ৩৯.৩১ বিলিয়ন ডলার। এরমধ্যে শুধু স্বর্ণালঙ্কার থেকে রপ্তানি আয় ছিল ৯ দশমিক ১৩ বিলিয়ন ডলার।
বিশ্ববাজারে বাংলাদেশের বর্তমান অবস্থান;
বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান একেবারেই পেছনের সারিতে। ২০২০ সালে স্বর্ণ রপ্তানি করে বাংলাদেশের আয় ছিল ২২ লাখ ২০ হাজার ডলার। পুরোটাই রপ্তানি হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। ওই বছর স্বর্ণ রপ্তানিকারক দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৪৬তম। দেশের রপ্তানি আয়ে অবদানের দিক থেকে স্বর্ণশিল্পের অবস্থান ছিল ১৮৫তম। স্বর্ণ আমদানির দিক থেকে বাংলাদেশের অবস্থান ৩৩তম।
২০২০ সালে বাংলাদেশ ৩৯ কোটি ৭০ লাখ ডলারের স্বর্ণ আমদানি করে। স্বর্ণ আমদানি উৎসের তালিকায়ও শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত থেকে মোট ৩৭ কোটি ডলার, সিঙ্গাপুর থেকে ১ কোটি ৪৯ লাখ ডলার, মালয়েশিয়া থেকে ৯৯ লাখ ৪০ হাজার ডলার এবং থাইল্যান্ড থেকে ২২ লাখ ৬০ হাজার ডলারের স্বর্ণ আমদানি করা হয়।
আগামীর সম্ভাবনা;
২০২০ সালে বাংলাদেশে ২৮৫ কোটি ৪০ লাখ ডলার মূল্যের স্বর্ণালঙ্কার, স্বর্ণের বার ও রূপার অলঙ্কার বিক্রি হয়েছে। ২০২২ থেকে ২০৩০ সাল পর্যন্ত এসব পণ্যের বাজার প্রতিবছর গড়ে ১২ দশমিক ১ শতাংশ হারে বাড়বে। ২০৩০ সালে বাংলাদেশে স্বর্ণালঙ্কার, স্বর্ণের বার ও রূপা মিলিয়ে মোট বিক্রির পরিমান দাঁড়াবে ২ হাজার ১০৯ কোটি ৬০ লাখ ডলার। আর ২০২০ সালে বাংলাদেশে শুধু স্বর্ণালঙ্কার বিক্রি হয়েছে ২৩৭ কোটি ৯০ লাখ ডলার।
প্রতিবছর সাড়ে ১২ শতাংশ প্রবৃদ্ধির মধ্য দিয়ে ২০৩০ সালে স্বর্ণালংকার বিক্রির এই অঙ্ক ১ হাজার ৭০৬ কোটি ২০ লাখ ডলারে উন্নীত হবে।
২০২০ সালে বাংলাদেশে শুধু স্বর্ণের বার বিক্রি হয়েছে ৪২ কোটি ৮২ লাখ টাকার। ২০২২ থেকে ২০৩০ সাল পর্যন্ত প্রতিবছর স্বর্ণের বারের বাজার ১১ শতাংশ হারে বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে কিউওয়াই রিসার্চ। এতে ২০৩০ সালে বিক্রির পরিমান দাঁড়াবে ৩৮৭ কোটি ২৫ লাখ ডলার।
‘যদিও বাংলাদেশে এখন পর্যন্ত কোনো স্বর্ণ বা রূপা পরিশোধনাগার (রিফাইনারি) নেই। তবে এ সংক্রান্ত নীতিমালা কার্যকর হওয়ার ফলে কয়েক বছরের মধ্যেই স্বর্ণ পরিশোধন শুরু হতে পারে। আর দেশীয় পরিশোধনাগারে একবার উৎপাদন শুরু হলে চীন, ভারত, দক্ষিণ-পূর্ব এশিয়া ও ইউরোপে বাংলাদেশি স্বর্ণের বিশাল বাজার তৈরি হতে পারে।’
-কিওয়াই রিসার্চের প্রতিবেদনে মন্তব্য।
বর্তমানে বিদেশ থেকে স্বর্ণের বার আমদানি করে দেশের স্বর্ণশিল্পে অলঙ্কার তৈরি করা হয়। পরিশোধনাগার বা রিফাইনারিতে উৎপাদন শুরু হলে বাংলাদেশে স্বর্ণ শিল্পে নতুন দিগন্ত উন্মোচিত হবে। বিদেশ থেকে অপরিশোধিত বা আংশিক পরিশোধিত স্বর্ণ এনে দেশে শোধন করা হলে এ খাতের আমদানি ব্যয় অনেক কমে আসবে। বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।
পরিশোধন করা স্বর্ণ থেকে স্বর্ণের বার, কয়েন ও অলঙ্কার তৈরি;
দেশে পরিশোধন করা স্বর্ণ থেকে স্বর্ণের বার, কয়েন ও অলঙ্কার তৈরি করা হলে তাতে মূল্য সংযোজন (ভ্যালু অ্যাডিশান) অনেক বেশি হবে।
বিদেশে বাংলাদেশি পরিশোধিত স্বর্ণের বাজার তৈরি হবে।
দেশে পরিশোধিত স্বর্ণ বাজারজাত;
দেশে পরিশোধিত স্বর্ণ বাজারজাত শুরু হলে স্বর্ণালঙ্কার শিল্পের কাঁচামাল সহজ্যলভ্য হবে। স্বর্ণ ব্যবসায়ীদের আর চোরাচালানে আসা স্বর্ণের উপর নির্ভরশীল থাকতে হবে না। বড় বিনিয়োগের মাধ্যমে অলঙ্কার শিল্পে রপ্তানিমুখী কারখানা গড়ে উঠবে। দীর্ঘকাল কুটির শিল্প হয়ে থাকা স্বর্ণশিল্প দ্রুতই বৃহৎ শিল্পে রূপ নিবে।
বৃহৎ বিনিয়োগের মাধ্যমে এ খাতে নবজাগরণ সৃষ্টি করা গেলে স্বর্ণ ও স্বর্ণালঙ্কারের বিশ্ববাজারে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবস্থান করে নিতে পারে।
নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় বাজারের বিকাশ এবং রপ্তানি থেকে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে স্বর্ণশিল্প খুলে দিতে পারে সোনালী দুয়ার।