নিজস্ব প্রতিবেদক , বাঙলা প্রতিদিন: করোনাভাইরাসের কারণে প্রায় ২৭ মাস বন্ধ থাকার পর আজ শুক্রবার চালু হয়েছে বাংলাদেশ-ভারতের মধ্যে বাস চলাচল। আজ সকালে সাড়ে ৭টায় রাজধানীর মতিঝিল বিআরটিসি কাউন্টার থেকে কলকাতার উদ্দেশ্যে প্রথম বাসটি ছেড়ে যায়।
এসময় বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম, শ্যামলী এনআর ট্রাভেলসের চেয়ারম্যান রমেন্দ্রনাথ ঘোষ ও এমডিসহ সংশ্লিষ্ট কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
করোনাভাইরাস পরিস্থিতির কারণে ২০২০ সালের মার্চে বাংলাদেশ-ভারত বাস যোগাযোগ বন্ধ হয়ে যায়। চলতি বছরের মার্চ মাসে এ বাস সেবা আবারও চালু করার পরিকল্পনা নেওয়া হলেও ভিসা জটিলতার কারণে তা সম্ভব হয়নি। বিআরটিসির তত্ত্বাবধানে এসব রুটে বাস চালায় বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান শ্যামলী পরিবহন।