অধ্যাপক খানুন সভাপতি, ইমরান সম্পাদক
ফারুক হোসেন, গোবিন্দগঞ্জ:
বাংলাদেশ যাত্রা ফেডারেশন গাইবান্ধা জেলা কমিটি পুনগঠন করা হয়েছে। শনিবার বিকালে গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের হল রুমে জেলা কমিটি সকল সদস্যদের উপস্থিতিতে পূর্বের কমিটি বিলুপ্ত করা হয়। পরে সদস্যদের প্রস্তাবে অধ্যাপক ফিরোজ খানুন সভাপতি ও মশিউর রহমান ইমরানকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়েছে।
এর আগে বাংলাদেশ যাত্রা ফেডারেশন গাইবান্ধা জেলা কমিটি পুনগঠনের লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ যাত্রা ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক এ্যাডভোকেট হাসান কবির শাহীন। বাংলাদেশ যাত্রা ফেডারেশন গাইবান্ধা জেলা কমিটির সভাপতি অধ্যাপক ফিরোজ খানুন এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ যাত্রা ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার বুলবুল, সহ সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বাসার,সদস্য আসরাফ উদ্দিন বাবু, গাইবান্ধা জেলা কমিটির সাধারন সম্পাদক মশিউর রহমান ইমরান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ যাত্রা ফেডারেশন গাইবান্ধা জেলা কমিটির সহ সভাপতি আবুল কালাম আজাদ।
গোবিন্দগঞ্জে জাসদের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জে,এস,ডি’র ৪৮তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলা জে,এস,ডি’র সভাপতি আইয়ুব হোসেন সরকারের সভাপতিত্বে এবং জেএসডি’র কেন্দ্রীয় কমিটির সদস্য উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আলী আজগর আরজের উপস্থাপনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ওয়ার্কাস পার্টির সভাপতি এম,এ মতিন মোল্লা, উপজেলা জে,এস,ডি’র সহ-সভাপতি দানিয়াল খন্দকার বাদল মাষ্টার, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক, কাটাবাড়ি ইউনিয়ন জেএসডি’র সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।
অপর দিকে, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার দলের অস্থায়ী কার্যালয়ে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জাসদের সভাপতি সেকেন্দর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুুল মাবুদ লিটনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাসদের সহসভাপতি আকবর আলী ,যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মের হক, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, দপ্তর সম্পাদক কৃষ্ণ কুমার, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য খায়রুল ইসলাম, কোচাশহর ইউনিয়ন জাসদের সভাপতি মাহবুবর রহমান প্রমুখ।