বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত বিএ এবং বিএসএস পরীক্ষা-
২০২২ আগামী শুক্রবার (২৯ নভেম্বর) থেকে দেশব্যাপী একযোগে শুরু হতে
যাচ্ছে। সারাদেশে অবস্থিত বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজে সর্বোমোট
২৮৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারে মোট ২ লক্ষ ৭৯ হাজার ৮শত ৭৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। পরীক্ষার্থীদের মধ্যে ১ লক্ষ ৫৯ হাজার ১ শত ৩৮
জন পুরুষ এবং ১ লক্ষ ২০ হাজার ৭ শত ৩৭ জন নারী।
প্রতিবছরের মতো এবারও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
এছাড়াও বাউবি থেকে ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। বিস্তারিত বাউবির ওয়েবসাইট www.bou.ac.bd থেকে জানা যাবে।