300X70
সোমবার , ১০ জুন ২০২৪ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
 1. অপরাধ ও দূর্নীতি
 2. আইন ও আদালত
 3. আনন্দ ঘর
 4. আনন্দ ভ্রমন
 5. আবহাওয়া
 6. আলোচিত খবর
 7. উন্নয়নে বাংলাদেশ
 8. এছাড়াও
 9. কবি-সাহিত্য
 10. কৃষিজীব বৈচিত্র
 11. ক্যাম্পাস
 12. খবর
 13. খুলনা
 14. খেলা
 15. চট্টগ্রাম

বাজেট বাস্তবায়নে নিয়মিত আন্ত:বিভাগীয় আলোচনা ও সমন্বয় প্রয়োজন : বাউবি উপাচার্য

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ১০, ২০২৪ ২:২২ পূর্বাহ্ণ

বাউবিতে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভা
বাঙলা প্রতিদিন নিউজ : বাজেট বাস্তবায়নে দায়িত্বশীলতা ও সতর্কতার সাথে সঠিক সময়ে কার্য সম্পাদন করতে হবে। সে জন্য প্রয়োজন নিয়মিত আন্ত:বিভাগীয় আলোচনা ও সমন্বয়। সততা, একগ্রতা, নিষ্ঠার সাথে কাজ করলে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব। কাজের অগ্রগতি ও মনিটরিংয়ের উপর জোড় দিতে হবে।

বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে ০৯ জুন ২০২৪; রবিবার বাউবির জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত বাউবিতে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাজেটে প্রদত্ত “প্রতিশ্রুত
কর্মপরিকল্পনা বাস্তবায়ন ” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য
অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার এসব কথা বলেন।

বাজেটের সঠিক প্রয়োগে প্রতি তিন মাস অন্তর অন্তর স্কুল, বিভাগ, শাখা, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের মধ্যে নিয়মিত আলোচনা ও সমন্বয় সভা ডাকার ওপর জোর দেন । নিজ নিজ কাজের ক্ষেত্রে আত্মসমালোচনার পরামর্শও দেন উপাচার্য।

বাউবির শুদ্ধাচার কমিটির সভাপতি ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামালের
সভাপতিত্বে উপাচার্যের কনফারেন্স হলে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি
হিসেবে বক্তব্য রাখেন বাউবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, উপ-
উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন ও রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম।

কমিটির সদস্য সচিব ড. মো. জাকিরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিভিন্ন অনুষদের ডিন, পরিচালকবৃন্দ, শিক্ষক ও কমৃকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়া আঞ্চলিক কেন্দ্রের পরিচালকগণ ও উপ- আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তাগণ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত
ব্রেকিং নিউজ :