নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: রাজধানীর হাতিরঝিল থানাধীন মেরুল বাড্ডা এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত দ্রুতগামী গাড়ির ধাক্কায় চন্দ্রমোহন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
সোমবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
হাতিরঝিল থানা উপ-পরিদর্শক (এস আই) শিপন জানান, আমরা খবর পেয়ে মেরুল বাড্ডা এলাকায় রক্তাক্ত অবস্থায় তার মরদেহ দেখতে পাই। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, আশেপাশের লোকজনের মুখে জানতে পারি নিহতের নাম চন্দ্রমোহন। ওই এলাকাতেই তিনি মাছ কাটার কাজ করতেন।
তিনি আরো জানান, নিহতের পূর্ণ পরিচয় এখনো পাওয়া যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আর কি গাড়ি এই দুর্ঘটনাটা ঘটেছে আমরা সিসি ক্যামেরার মাধ্যমে সেটা দেখে ব্যবস্থা নেব।
ময়নাতদন্তের প্রতিবেদন রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।।