লালমনিরহাট প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জাকারিয়া বিন হক শুভ (২৮) হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে লালমনিরহাটের কালীগঞ্জ প্রেসক্লাবে রোববার (৪ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলন করেছেন তার স্বজনরা। নিহত জাকারিয়া বিন শুভ লালমনিরহাটের কালীগন্জ উপজেলার উত্তর ঘনেশ্যাম এলাকার আব্দুল হক এর পুত্র।
সম্মেলন নিহতের স্বজনরা অভিযোগ করেন, রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডে বাসা ভাড়া নিয়ে থাকতেন শুভ ও তার পরিবার। এ অবস্থায় গত ২৪ সেপ্টেম্বর রাতে ওই বাসা থেকে তার লাশ উদ্ধার করে মোহাম্মদপুর থানা পুলিশ। এঘটনায় নিহত শুভর বোন নাজনীন বিনতে হক গত ২৫ সেপ্টেম্বর বাদী হয়ে শুভর স্ত্রী শেহনীলা নাজ ও শাশুরী আছমা বেগম সহ অজ্ঞাত নামা ৩/৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের ১০দিন অতিবাহিত হলেও আসামী গ্রেফতার হয়নি। এসময় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত প্রয়েজনীয় ব্যাবস্থা নেয়ার দাবী জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত শুভ’র মা নুরজাহান হক, মামলার বাদী হাসিনা নাজনিন বিনতে হক, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দা রাজিয়া মোস্তফা।