মাঠে-মাঠে ডেস্ক: করোনার কারণে এ বছর বিপিএল হচছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন। রোববার গণমাধ্যমকর্মীদের এমনটা জানান তিনি।
নাজমুল হাসান পাপন বলেন, এ বছর তো আর হচ্ছে না। সামনের বছরেরটা দেখা যাবে। সেটাও পরিস্থিতির ওপর নির্ভর করবে। কোনো খেলাই আমরা বাদ দিতে চাচ্ছি না। আমরা সবগুলোই ফেরাতে চাচ্ছি। কিন্তু সবকিছুই আসলে পরিস্থিতির ওপর।
পাপনের ভাষ্য, বিপিএল আয়োজন করতে হলে বিদেশি খেলোয়াড় অবশ্যই রাখতে হবে। তাদের নিরাপত্তার বিষয় আছে। এছাড়া টিভি প্রোডাকশনেরও একটি বিষয় আছে। বিপিএলে খেলোয়াড় সংখ্যা, টিম ম্যানেজম্যান্ট- সবই অনেক বেশি। এটা সামাল দেয়া যাবে কি না তা এখনই বলা সম্ভব নয়।