সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৮১ লাখ ১৭ হাজার ৫৯৮ জন
বাহিরের দেশ ডেস্ক : বিশ্বজুড়ে প্রতিনিয়ত বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩ কোটি ৭৪ লাখ ৭৬ হাজার। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখ ৭৭ হাজার।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (১১ অক্টোবর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত ও সুস্থতা নিয়ে তথ্য জানানো হয়েছে।
এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৮১ লাখ ১৭ হাজার ৫৯৮ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ১৯ হাজার ২৮২ জন। আক্রান্তের সংখ্যা ৭৯ লাখ ৪৫ হাজার ৫০৫ জন।
করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় এবং মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭০ লাখ ৫৩ হাজার ৮০৬ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৮ হাজার ৩৭১ জন।