নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সদ্য সমাপ্ত যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করবেন।
আজ বুধবার (৫ অক্টোবর) প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং সূত্রে এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সম্মেলন হবে। এর আগে ১৮ দিনের সফর শেষে মঙ্গলবার (৪ অক্টোর) ভোরে দেশে ফেরেন তিনি।
গত ১৫ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন শেখ হাসিনা। ১৯ সেপ্টেম্বর যোগ দেন রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে। এ অনুষ্ঠান শেষে তিনি যান যুক্তরাষ্ট্রে।
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেন। ২৩ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেন। এটি তার ১৯তম ভাষণ। প্রথম মেয়াদে পাঁচবারসহ তিনি এর আগে ১৮টি অধিবেশনে ভাষণ দিয়েছেন। এত বেশি জাতিসংঘ অধিবেশেনে যোগদান ও ভাষণের একটি নজির স্থাপন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ ছাড়া তিনি বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন।