অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : গ্রাহকদেরকে ২৪/৭ ব্যাংকিং সেবা দিতে “কাস্টমার সাপোর্ট সেন্টার“ চালু করলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। এখন থেকে যেকোনো সময় “১৬৭৯৬” নাম্বারে কল করে “কাস্টমার সাপোর্ট সেন্টার“ সেবা নিতে পারবেন গ্রাহকরা।
সম্প্রতি রাজধানীর গুলশানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে এই “কাস্টমার সাপোর্ট সেন্টার“ উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ও সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) সভাপতি মো: জসিম উদ্দিন।
এসময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, অন্যান্য পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ এবং ডিএমডিগণসহ ব্যাংকের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।