300X70
রবিবার , ২২ নভেম্বর ২০২০ | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আলোচিত খবর
  6. উন্নয়নে বাংলাদেশ
  7. এছাড়াও
  8. কবি-সাহিত্য
  9. কৃষিজীব বৈচিত্র
  10. ক্যাম্পাস
  11. খবর
  12. খুলনা
  13. খেলা
  14. চট্টগ্রাম
  15. জাতীয়

ব্যাংকগুলোতে নতুন করে সাইবার হামলার আশঙ্কায় অর্থ মন্ত্রণালয়ের সতর্কতা জারি

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ২২, ২০২০ ১২:০২ পূর্বাহ্ণ

অর্থনৈতিক প্রতিবেদক: বাংলাদেশের ব্যাংকগুলো ফের সাইবার নিরাপত্তার ঝুঁকির আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। আর ব্যাংকগুলোর নতুন করে সাইবার হামলার আশঙ্কায় অর্থ মন্ত্রণালয় সতর্কতা জারি করেছে। অনলাইন লেনদেন ও এটিএম বুথে নজরদারি বাড়িয়েছে ব্যাংকগুলো। কিছু ব্যাংক রাতে এটিএম বুথ বন্ধ রাখা শুরু করেছে।
দেশের প্রতিটি ব্যাংক ডিজিটালাইড হয়েছে। আর্থিক লেনদেনের অধিকাংশই অনলাইনে হচ্ছে। মোবাইল ব্যাংকিং, এটিএম কার্ড পেমেন্টের মতো গুরুত্বপূর্ণ লেনদেন মানুষ ২৪ ঘণ্টায় করে থাকেন। আর সুযোগে কাজে লাগাতে মরিয়া হয়ে উঠেছে হ্যাকাররা। ব্যাংক হ্যাকিংয়ের মাধ্যমে ব্যাংক থেকে অর্থ চুরি হতে পারে।

বাংলাদেশের ব্যাংকগুলো সাইবার হামলায় পড়তে পারে সেই আশঙ্কা থেকে গত বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ নিয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে।

চিঠিতে লেখা রয়েছে, উত্তর কোরিয়াভিত্তিক হ্যাকার গ্রুপ ‘বিগল বয়েজ’ ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির সঙ্গে জড়িত ছিল। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে আট কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। কেন্দ্রীয় ব্যাংকের এই অর্থ চুরিতেও উত্তর কোরিয়ার একটি চক্র জড়িত ছিল বলে এরই মধ্যে এফবিআইয়ের তদন্তে বেরিয়ে এসেছে।

তারা আবার বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন ও সুইফট নেটওয়ার্কে হ্যাকিং করতে পারে। এর পরিপ্রেক্ষিতে অনলাইন ব্যাংকিং ব্যবস্থায় নিরাপত্তা বাড়িয়েছে ব্যাংকগুলো। রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংক রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত এটিএম বুথ বন্ধ করে দিয়েছে।

এ বিষয়ে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস উল ইসলাম বলেন, ব্যাংকে আর্থিক লেনদেনের ঝুঁকি এড়াতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পরই আমরা নিরাপত্তা জোরদার করেছি।

জানা যায়, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কাছে তথ্য আসে, ‘বিগল বয়েজ’ নামে উত্তর কোরিয়ার একটি হ্যাকার গ্রুপ ব্যাংকগুলোতে সাইবার হামলা চালাতে পারে। এর পরিপ্রেক্ষিতে ২৭ আগস্ট ব্যাংকগুলোকে সতর্ক থাকার জন্য চিঠি দেওয়া হয়। একই সঙ্গে আরোপ করা হয় বাড়তি সতর্কতা, যা এখনো অব্যাহত রয়েছে।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

দেশের মানুষের স্বার্থে আপোষের অবকাশ নেই : জিএম কাদের

প্রধানমন্ত্রীর অঙ্গিকার, দেশে কেউ গৃহহীন থাকবেনা: এডিসি ময়মনসিংহ

ট্রাম্প বললেন, অভিসংশনের প্রচেষ্টা হাস্যকর

বৃহস্পতিবার বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন উদ্বোধন

রাজধানীর মুগদায় ২০১ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

প্লাস্টিক ব্যাগের উপর প্রস্তাবিত সম্পূরক শুল্ক প্রত্যাহার পুনর্বিবেচনায় অর্থ মন্ত্রণালয়ে এসডোর আবেদন!

নিউজিল্যান্ডে আকস্মিক বন্যায় ৩ জনের মৃত্যু

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী ও সিএনজি চালক নিহত

গিলের মহাকাব্যিক ইনিংসে ফের ফাইনালে গুজরাত

ড্রেনে পড়েছিল বীর মুক্তিযোদ্ধার লাশ!

ব্রেকিং নিউজ :