ভারত থেকে মনোয়ার ইমাম: আজ থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে পন্যে কনট্রেনার, ট্রেন পরিষেবা চালু করা হয়েছে সড়ক পথে। এ খবর জানিয়েছে পূর্ব ভারতের দায়িত্ব প্রাপ্ত কাস্টমস কর্মকর্তা মনোজকুমার রজত। সেই সঙ্গে ভারতের দূর্গাপুর এর বাশপোতা স্হল বন্দর থেকে ১২৫৪ মেট্রিকটন চাল নিয়ে ৬০টি কন্ট্রেনার, নিয়ে বাংলাদেশের ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। যা আগামী ২৪ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে।
ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক ভাবে জল বন্দর এর চাপ কমাতে এই বন্দোবস্ত করা হয়েছে বলে জানিয়েছেন ভারতের লয়েট কন্ট্রেনার লিমিটেড এর এম জি অনুশ্রী সেন। তাদের তৈরি কন্ট্রেনার এত গুলো একসাথে যাচ্ছে ঢাকায়। কিছুদিন আগে ভারত এর প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে এই বিষয় একটি মৌ সাক্ষর হয়।
এবং উভয় দেশের মধ্যে স্হলপথ পথে পন্যে কনট্রেনার ট্রেন পরিষেবা চালু করতে সক্ষম হয়।এর ফলে ভারত হলদিয়া ও কলকাতা বন্দর এবং বাংলাদেশের মঙলা ও চট্টগ্রাম এবং ঢাকা ও নারায়ণগঞ্জ এবং পায়রাবন্দ চাপ কমাতে সাহায্য করবে।এর আগে ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক কুটনৈতিক ও সামাজিক এবং রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি করতে সহায়তা প্রদান করেছেন দুই দেশের রাষ্ট্রপ্রধান।