বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক: ওয়াই৫০ এবং ওয়াই৩০ ফোনের দাম কমিয়েছে ভিভো। ২০ হাজার ৯৯০ টাকা দামের ওয়াই৫০ এখন কেনা যাচ্ছে ১৯ হাজার ৯৯০ টাকায় এবং ১৭ হাজার ৯৯০ টাকা দামের ওয়াই৩০ কেনা যাচ্ছে ১৬ হাজার ৯৯০ টাকায়। ভিভো কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
ভিভো ওয়াই৫০ এর র্যাম ও রম যথাক্রমে ৮ জিবি ও ১২৮ জিবি। অন্যদিকে ভিভো ওয়াই৩০ এর র্যাম ও রম ৪ ও ৬৪ জিবি। দুটি স্মার্টফোনেই ৫০০০এমএএইচ সক্ষমতার ব্যাটারি রয়েছে। এছাড়া স্মার্টফোন দুটির পেছনে চারটি ও সামনে একটি ক্যামেরা রয়েছে।
চলতি বছর ওয়াই সিরিজের তিনটি স্মার্টফোন এনেছে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। ওয়াই৫০, ওয়াই৩০ এবং ওয়াই২০। এর মধ্যে ওয়াই৫০ বাজারে এসেছে গত জুন মাসে এবং ওয়াই৩০ এসেছে জুলাই মাসে। মধ্যক্রয়সীমার স্মার্টফোন দুটি বাজারে আসার পরই বেশ সাড়া ফেলে। তবে, করোনাকালীন পরিস্থিতি মাথায় রেখে ছাড়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ভিভো বাংলাদেশ।