300X70
বৃহস্পতিবার , ১০ মার্চ ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
 1. অপরাধ ও দূর্নীতি
 2. আইন ও আদালত
 3. আনন্দ ঘর
 4. আনন্দ ভ্রমন
 5. আবহাওয়া
 6. আলোচিত খবর
 7. উন্নয়নে বাংলাদেশ
 8. এছাড়াও
 9. কবি-সাহিত্য
 10. কৃষিজীব বৈচিত্র
 11. ক্যাম্পাস
 12. খবর
 13. খুলনা
 14. খেলা
 15. চট্টগ্রাম

ভোজ্যতেল, চিনি ও ছোলার ওপর ভ্যাট প্রত্যাহার: অর্থমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ১০, ২০২২ ১:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেক, বাঙলা প্রতিদিন:  ভোজ্যতেল, চিনি ও ছোলা আমদানিতে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আজ বৃহস্পতিবার (১০ মার্চ) সচিবালয়ের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

গত সোমবার ভোজ্যতেলে তিন মাস ভ্যাট স্থগিত রাখার প্রস্তাব করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এফবিসিসিআই।

এফবিসিসিআইয়ের এক মতবিনিময় সভায় ভোজ্যতেল আমদানিকারক ও পরিশোধনকারী কোম্পানি, পাইকারি ব্যবসায়ীরা দাবি করেন, বাজেটে ভোজ্যতেলে ভ্যাট ধরা হয়েছিল ৯ টাকা। অথচ সরকার এখন প্রতি লিটারে ভ্যাট নিচ্ছে ২৭ থেকে ৩০ টাকা।

এদিকে অর্থমন্ত্রী আরও বলেছেন, ‘সারাদেশে টিসিবির মাধ্যমে জনগণকে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হবে। এতে এক কোটি পরিবার সাশ্রয়ী মূল্যে এ সব পণ্য পাবে।’

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) দুটি কোম্পানি থেকে ১৪ হাজার মেট্রিক টন চিনি ১১০ কোটি ৬০ লাখ টাকায় সরাসরি কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া টিসিবিকে তিনটি কোম্পানি থেকে ১০ হাজার মেট্রিক টন ছোলা ৮১ কোটি ৪০ লাখ টাকায় সরাসরি কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :