ঝিনাইদহ প্রতিনিধি:
মহাত্মা গান্ধি পিচ অ্যায়ার্ড পেলেন ঝিনাইদহের কৃতি সন্তান শান্ত- মারিয়াম ইউনিভার্সিটির এসোসিয়েট প্রফেসর এম. মিজানুর রহমান। গত ২ অক্টোবর ভারতের মহাত্মা গান্ধিজীর ১৫০তম জন্ম বার্ষিকী উপলক্ষে আন্তজার্তিক ভার্চুয়াল কনফারেন্সে নেপালের গান্ধি পিচ এয়ার্ড ফাউন্ডেশন এম. মিজানুর রহমানকে এ পদকে ভূষিত করেন।
বাংলাদেশের শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করায় এম. মিজানুর রহমান এরআগে শিক্ষা পদক পেয়েছেন।
প্রফেসর এম. মিজানুর রহমান বলেন, বিভিন্ন কাজের স্বীকৃতি হিসেবে পাওয়া তার এসব পদগুলো ঝিনাইদহ মানুষের জন্য উৎসর্গ করেছেন।
উল্লেখ্য যে, ইতোপূর্বে তিনি যোগ্য বাংলাদেশ নেপাল ফ্রেন্ডশীপ অ্যাওয়ার্ড ২০১৯, আরজু মেথড-২০১৮, বাংলাদেশ ইয়ুথ পার্লামেন্ট ইয়ার্ড ১৭ এবং ১৮ অ্যাওয়ার্ড পেয়েছেন। এছাড়া নারী শিক্ষা প্রসারে অবদানে জন্য ওডেফ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষ ভাবে সম্মাননা পেয়েছেন।