জঙ্গিরা স্বাভাবিক জীবনে ফিরে এলে পুনর্বাসন
রাজধানীতে নয় জঙ্গির আত্মসমর্পণ
নিজস্ব প্রতিবেদক : জঙ্গি সংগঠনের সদস্যরা স্বাভাবিক জীবনে ফিরে এলে সরকার তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবে জানিয়েছেন,
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদ কেবল কঠোর হাতে দমনই করা হয়নি, পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসারও আহ্বান জানানো হয়েছে।’
৯ জঙ্গির আত্মসমর্পণ অনুষ্ঠানে তিনি বলেন, ‘সরকার মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে। তারই অংশ হিসেবে জঙ্গি দমনে র্যাব, পুলিশসহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশে জঙ্গিবাদ কোণঠাসা হয়ে পড়েছে। তারা মানুষকে ভুল বুঝিয়ে দলে নিতে পারছে না। একই সঙ্গে তারা নাশকতা বা হত্যা কর্মকাণ্ড থেকে দূরে সরে গেছে।’
ইসলামে জিহাদ বা জঙ্গিবাদের কোনো স্থান নেই জানিয়ে তিনি বলেন, ‘যারা প্রকৃত ইসলামের আদর্শ লালন করে স্বাভাবিক জীবনে আসতে চায় তাদের জন্য শুধু আইনগতই নয়, পুনর্বাসনের জন্য যা যা করণীয় তার সবকিছুই করা হবে। কেননা ইতিমধ্যে অনেক জঙ্গি আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে এসেছে। তাদের সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে।’
মন্ত্রী বলেন, ‘সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়িয়েছে। তারা সেভাবেই কাজ করছে বলে দেশে শান্তি বিরাজ করছে। কেউ যদি নাশকতার চিন্তা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের সঙ্গে যেই জড়িত থাকবে তাকে আইনে সোপর্দ করা হবে।’