বাহিরের দেশ ডেস্ক: মালযেশিয়ায় ভূমিধসে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় ৫০ জনেরও বেশি মানুষ উদ্ধার হলেও এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন। শুক্রবার ভোরে দেশটির রাজধানীর পার্শ্ববর্তী একটি ক্যাম্পসাইটে ভূমিধসের এই ঘটনা ঘটে। এদিকে জীবিতদের সন্ধানে ঘটনাস্থলে কাজ করছেন উদ্ধারকর্মীরা। খবর বিবিসির।
ফায়ার সার্ভিস ও রেসকিউ রেসপন্সের বরাত দিয়ে বিবিসির এই প্রতি্বেদনে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানী কুয়ালালামপুরের উপকণ্ঠে সেলাঙ্গর রাজ্যে ক্যাম্পিং সুবিধাসহ একটি জৈব খামারের কাছে রাস্তার পাশে ভূমিধসের এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, মোট ৯২ জন গভীর রাতের এ ভূমিধসের কবলে পড়েন এবং তাদের মধ্যে ৫৩ জনকে নিরাপদে পাওয়া গেছে বলে জানায় অনুসন্ধান বিভাগ। এ ঘটনায় আটজন নিহত হওয়া ছাড়াও সাতজন আহত হয়েছেন এবং আরও বহু মানুষ এখনও নিখোঁজ।
সেলাঙ্গর রাজ্য ফায়ার সার্ভিস ও উদ্ধার বিভাগের পরিচালক নোরাজাম খামিস বলেছেন, আনুমানিক ৩০ মিটার (১০০ ফুট) উচ্চতা থেকে ভূমিধসের এই ঘটনা ঘটে এবং এর ব্যাপ্তি ছিল প্রায় এক একর এলাকাজুড়ে।
আজ শুক্রবার সকালে মালয়েশিয়ার প্রাকৃতিক সম্পদ, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী নিক নাজমি নিক আহমেদ এক টুইট-বার্তায় বলেছেন- আমি প্রার্থনা করছি, নিখোঁজদের যেন শিগগিরই নিরাপদে খুঁজে পাওয়া যায়। উদ্ধার দল শুরু থেকেই কাজ করছে। আমি আজ সেখানে যাচ্ছি।
কুয়ালালামপুরের বাটাং কালি শহরের প্রায় ৫০ কিলোমিটার (৩০ মাইল) উত্তরে গেনটিং হাইল্যান্ডসের পাহাড়ি এলাকার বাইরে ঘটনাটি ঘটে। এলাকাটি রিসোর্ট এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। সেলাঙ্গর মালয়েশিয়ার সবচেয়ে ধনী রাজ্য এবং এর আগেও রাজ্যটি ভূমিধসের কবলে পড়ে। সূত্র : বিবিসি, রয়টার্স