প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারে ইলেক্ট্রনিক্স ডিভাইস মোবাইল ব্যবহার করে বিকাশসহ বিভিন্ন মাধ্যমে প্রতারণাকারী সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। প্রতারণায় ব্যবহৃত ২৪টি মোবাইল সেট ও এক লাখ ৩০ হাজার ৭৩১ টাকা উদ্ধার করে পুলিশ জব্দ করেছে। গত বৃহস্পতিবার তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, বিকাশ নম্বরে ৯০ হাজার টাকা প্রতারণা শিকার হয়ে ১১ মে মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের উলুয়াইল গ্রামের শাহ ইব্রাহিম আলী মডেল থানায় একটি অভিযোগ দেন। অভিযোগে জানা যায়, প্রতারিত ব্যক্তির বোনের কণ্ঠ নকল করে ইমু নম্বরে কথা বলে বিভিন্ন সময়ে ৯০ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারকচক্র। টাকা নেওয়ার পরপরই মোবাইল বন্ধ করে দেয়।
এরপর তার বোনের সাথে যোগাযোগ করে বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। এ ব্যক্তির অভিযোগের সূত্র ধরে মৌলভীবাজার চৌমুহনা টিসি মার্কেট এলাকার আনোয়ার ম্যানশনের দয়াল স্টোরের বিকাশে লেনদেনকারী ফজলুল হক (৩২) কে আটক করে পুলিশ। সে মৌলভীবাজার শহরের গোবিন্দশ্রী এলাকায় বসবাস করলেও তার স্থায়ী ঠিকানা হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ইছাকোটা গ্রামে।
তাকে জিজ্ঞাসাবাদে এ চক্রের আরও দুই সদস্যের নাম বেরিয়ে আসে। এরপর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম রাজনগর উপজেলার খাসপ্রেমনগর গ্রামে অভিযান চালায়। অভিযানে প্রতারকচক্রের দুই সদস্য ধরা পড়ে। তারা হচ্ছে ওই গ্রামের আছাদ আলীর পুত্র বুলবুল মিয়া (৩৬) ও মিলদার মিয়ার পুত্র মো. মাসুম (১৯)। সম্পর্কে তারা দুইজন মামা-ভাগ্নে।
তাদের তিন জনের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত ২৪টি মোবাইল সেট ও এক লাখ ৩০ হাজার ৭৩১ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান বলেন বিকাশের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণাকারী পুরো চক্রকে গ্রেফতারের চেষ্টা চলছে। আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো দুই সদস্য ও হাসপাতালে চিকিৎসাধীন থাকা ব্যক্তিকে রিমান্ডে এনে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হলে আরও গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে। এ লক্ষ্য অর্জনে পুলিশ কার্যক্রম পরিচালনা করছে।