নিজস্ব প্রতিবেদক , বাঙলা প্রতিদিন: যুদ্ধ পরিস্থিতিতেও রিজার্ভের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছে জানালেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী। আজ বুধবার সচিবালয়ে এ তথ্য জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৭ বিলিয়ন ডলার। এর মধ্যে পণ্যখাতে রপ্তানির লক্ষ্যমাত্রা ৫৮ বিলিয়ন ডলার এবং সেবা খাতে রপ্তানির লক্ষ্যমাত্রা ৯ বিলিয়ন ডলার।
মন্ত্রী বলেন, গতবছর অর্থাৎ ২০২১-২২ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা ছিল ৫১ বিলিয়ন ডলার। রপ্তানি হয়েছে ৬০ বিলিয়ন ডলার। এই সময়ে গার্মেন্টস সেক্টর বেশি বৈদেশিক মুদ্রা আয় করেছে। করোনা সংকটকাল মোকাবেলায় অর্থনীতি ঠিক রাখতে যে অভিজ্ঞতা অর্জন হয়েছে সরকারের সেটা আগামীতে কাজ লাগবে। সামনে করোনা বাড়লেও রপ্তানির উপর সে প্রভাব পড়বে না। সেইসঙ্গে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্হিতিতেও রিজার্ভের কোনো সমস্যা হবে না।
টিপু মুন্সী বলেন, বৈশ্বিক সমস্যা মোকাবেলায় খরচের কাটছাঁট করতে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটার জন্য দ্রুতই এই সমস্যা কেটে যাবে। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বানও জানান তিনি।