বাঙলা প্রতিদিন নিউজ : অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর চলমান অভিযানে সারাদেশে গত এক সপ্তাহে ১১১টি অস্ত্র উদ্ধার ও ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের বরাত দিয়ে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান এ তথ্য জানিয়েছেন।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে রিভলবার সাতটি, পিস্তল ৩০টি, রাইফেল নয়টি, শটগান ১৫টি, পাইপগান তিনটি, শুটারগান ১৬টি, এলজি পাঁচটি, বন্দুক ১৫টি, একে-৪৭ একটি, গ্যাসগান একটি, চাইনিজ রাইফেল একটি, এয়ারগান একটি, টিয়ার গ্যাস লঞ্চার একটি, এসএমজি তিনটি এবং এসবিবিএল তিনটি।
যৌথ অভিযানে রয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্ট গার্ড এবং র্যাব।
উল্লেখ্য, অবৈধ অস্ত্র উদ্ধারে গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে যৌথ বাহিনী অভিযান শুরু করে।