নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অস্বাস্থ্যকর পঁচা মাছসহ জাটকা সংরক্ষণ ও বিক্রির জন্য ৪ কোল্ডস্টোরেজকে র্যাবের ভ্রাম্যমাণ আদালতে ৭৪ লক্ষ টাকা জরিমানা।
প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সবধরনের অপরাধীকে আটক করে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এছাড়া প্রতারণা ও জালিয়াতি দমন র্যাবের একটি গুরূত্বপূর্ণ ও চলমান অভিযান। র্যাবের এই অভিযান দেশের সকল মহলে প্রশংসিত হয়েছে ।
এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) সাড় ৭ ঘন্টাব্যাপী অভিযানে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সারোয়ার আলমের পরিচালনায় এবং র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান, পিএসসি এর সমন্বয়ে একটি আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মোবাইল কোর্ট কার্যক্রম সম্পন্ন করেন।
এসময় ভ্রাম্যমাণ আদালত রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অস্বাস্থ্যকর পঁচা মাছসহ জাটকা সংরক্ষণ, বিক্রিয় ও বাজারজাতকরণ করায় ৪টি কোল্ড স্টোরেজকে মোট নগদ ৭৪ লক্ষ টাকা জরিমানা করেন।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, দীর্ঘদিনধরে এই অসাধু ব্যবসায়ীরা অপরিষ্কার স্থানে অস্বাস্থ্যকর পঁচা মাছসহ জাটকা সংরক্ষণ, বিক্রিয় ও বাজারজাতকরণ করে আসছিল বলে জিজ্ঞাসাবাদে জানা যায়।