নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ওয়ারী এলাকায় হতে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব-১০ এর আভিযানিক দল।
গতকাল মঙ্গলবার (৫ জানুয়ারী) দুপুরে সিপিএসসি, র্যাব- ১০ এর কোম্পানি কমান্ডার মেজর শাহরিয়ার জিয়াউর রহমান, পিএসসির নেতৃত্বে রাজধানীর ওয়ারি থানাধীন ইত্তেফাক মোড় এলাকায় অভিযান চালিয়ে রাহুল বর্মন (২৬) নামে একজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। রাহুল বর্মন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কমলপুর পঞ্চবটি গ্রামের কৃষ্ণ বর্মনে ছেলে। এ সময় একটি সুইচ গিয়ার চাকু, ১টি মটরসাইকেল, ১টি মোবাইল ও নগদ ২৯০/- টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফারকৃত আসামী দীর্ঘদিন যাবত ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইলসহ মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল। গ্রেফারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।