আদালত প্রতিবেদক: বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় পুলিশের দেয়া চার্জশিটের দ্বিতীয় খণ্ডে থাকা ১৪ শিশু আসামির যুক্তিতর্কের শেষ দিন ছিল সোমবার।
গত সোমবার (৫ অক্টোবর) থেকে শুরু হয়ে টানা তিন দিন যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে প্রথম দুদিন ছিল পাবলিক প্রসিকিউশনের (পিপি) যুক্তিতর্ক উপস্থাপন। বুধবার পাঁচ শিশুর যুক্তিতর্ক শেষ হলেও বাকি ৯ শিশুর রবিবার থেকে শুরু হয়ে সোমবার পর্যন্ত ছিল এই যুক্তিতর্কের শেষ দিন। পাঁচ শিশুর সকাল সাড়ে ১০টা থেকে টানা চার ঘণ্টার জেরার অবসানের মধ্য দিয়ে শেষ হলো চৌদ্দ শিশুর যুক্তিতর্ক উপস্থাপন।
রাষ্ট্রপক্ষ ও শিশু পক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ায় আজ মঙ্গলবার যুক্তিতর্কের ওপরে যুক্তি খণ্ডাবেন উভয় পক্ষ। সেই সাথে হতে পারে ১৪ শিশুর রায়ের দিন নির্ধারণ।
উল্লেখ্য, ১৪ শিশুর মধ্যে কারাগারে রয়েছে রাশেদুল হাসান রিশান ফরাজী, রাকিবুল হাসান রিফাত হাওলাদার, আবু আব্দুল্লাহ রায়হান, ওয়ালিউল্লাহ্ ওলি, নাঈম ও তানভীর। জামিনে রয়েছেন চন্দন সরকার, নাযমুল হাসান, রাকিবুল হাসান নিয়ামত, প্রিন্স মোল্লা, মারুফ মল্লিক, মারুফ বিল্লাহ্, রাতুল সিকদার ও আরিয়ান হোসেন শ্রাবণ।