নিজস্ব প্রতিবেদক:
র্যাব-১০ এর পৃথক অভিযানে যাত্রাবাড়ী ও দক্ষিন কেরানীগঞ্জ থানা এলাকা থেকে ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেফতার করেছে।
রোববার সন্ধ্যায় র্যাব-১০ সিপিসি-২, কেরাণীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি আবুল কালাম আজাদ এবং স্কোয়াড কমান্ডার এডি আমিনুল ইসলামের নেতৃত্বে কেরাণীগঞ্জের জিনজিরা এলাকায় অভিযান চালিয়ে মাহফুজুল ইসলাম @ মফিজকে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। মফিজ জিনজিরা এলাকার সফি মিয়ার ছেলে। এসময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
এছাড়াও সন্ধ্যায় সিপিসি-১, র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ শহীদুল হক মুন্সির নেতৃত্বে রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে শাহাজাহান নামে একজনকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। শাহাজাহান ময়মনসিংহের নান্দাইল উপজেলার আগমুসল্লী গ্রামের আমির হোসেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতাকৃ ব্যক্তিরা পেশাদার মাদক কারবারী। তারা দীর্ঘদিন যাবৎ দক্ষিন কেরানীগঞ্জ ও যাত্রাবাড়ী থানা এলাকাসহ আশেপাশের এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।