নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ি, ইয়াবা ও গাঁজা বিক্রির অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব ১০ এর পৃথক আভিযানিক দল। র্যাব-১০ এর পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানাগেছে, বৃহস্পতিবার রাতে সিপিসি-১, র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার শহীদুল হক মুন্সির নেতৃত্বে রাজধানীর যাত্রাবাড়ীর সায়দাবাদ জনপদের মোড় থেকে ৩ লক্ষ ১০ হাজার টাকা সমমূল্যের জাল নোটসহ মাইনউদ্দিন @ রাসেল নামে একজনকে গ্রেফতার করেছে। রাসেল বরিশালের মুলাদী উপজেরার চরপদ্ম গ্রামের মৃত কাঞ্চন ব্যাপারীর ছেলে।
এদিকে বৃহস্পতিবার দুপুরে সিপিএসসি, র্যাব-১০ এর ভারাপ্রপ্ত কোমাম্পানী কমান্ডার মজর শাহরিয়ার জিয়াউর রহমান, পিএসসি ও স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামানের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জের বনগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে আলাউদ্দিন, পিতাÑ মৃত আসাদুল আলম, নারায়নগঞ্জ সদরকে ২৬৭ পিস ইয়াবাসহ আটক করে।
এছাড়া একইদিনে র্যাব-১০ সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি আবুল কালাম আজাদ এবং স্কোয়াড কমান্ডার এডি আমিনুল ইসলামের নেতৃত্বে দক্ষিন কেরানীগঞ্জের খেজুরবাগ থেকে আমজাদ হোসেন, পিতা- মুজিবুল সরদার, সাং- উলানিয়া, থানা- গলাচিপা, জেলা-পটুয়াখালি, বাবু, পিতা- মোক্তার হোসেনকে ৩০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে এবং একই দিন রাত সোয়া ১১টার দিকে দক্ষিন কেরানীগঞ্জেন তেলঘাট অপর একটি অভিযান পরিচালনা মাদক বিক্রেতা আনোয়ার হোসেন, পিতা-মৃত নুরুল ইসলামকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
এদিকে শুক্রবার সিপিএসসি, র্যাব-১০ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মেজর শাহরিয়ার জিয়াউর রহমান, পিএসসি ও স্কোয়াড কমান্ডার সিনিঃ সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামানের নেতৃত্বে ডেমরা বাজারের জামদানীহাট এলাকায় অভিযান চালিয়ে ১টি দেশীয় লোহার তৈরি ১২ বোর শর্টগান, ৪ রাউন্ড অ্যামুনিশনসহ অস্ত্র ব্যবসায়ী নাদিমকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নাদিম শরীয়তপুরের সখিপুর উপজেলার বেপারাকান্দি গ্রামের মোস্তফা চালীর ছেলে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হয়েছে।