300X70
বৃহস্পতিবার , ২১ অক্টোবর ২০২১ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
 1. অপরাধ ও দূর্নীতি
 2. আইন ও আদালত
 3. আনন্দ ঘর
 4. আনন্দ ভ্রমন
 5. আবহাওয়া
 6. আলোচিত খবর
 7. উন্নয়নে বাংলাদেশ
 8. এছাড়াও
 9. কবি-সাহিত্য
 10. কৃষিজীব বৈচিত্র
 11. ক্যাম্পাস
 12. খবর
 13. খুলনা
 14. খেলা
 15. চট্টগ্রাম

লালমনিরহাট তিস্তা ব্যারেজের পানি কমছে, ৪০ সেন্টিমিটার নীচে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ২১, ২০২১ ১:১৭ অপরাহ্ণ

এম এ মান্নান, লালমনিরহাট: লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি কমে এখন বিপদ সীমার ৪০ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে (সকাল ১০ টার পরিমাপ) । তবে বন্যার কবলে দুর্ভোগে পড়েছে কমপক্ষে ১৮ হাজার পরিবারের মানুষ।

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আর অতি বৃষ্টির কারনে জেলার হাতীবান্ধায় অবস্থিত তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বেড়ে গতকাল বিপদ সীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও তা কমে এখন ৪০ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তবে বেড়ে যাওয়া পানি ভাটিতে নেমে আসায় জেলার হাতীবান্ধা, কালীগন্জ, আদিতমারী ও লালমনিরহাট সদর উপজেলার ১০ ইউনিয়নের কমপক্ষে ১৮ হাজার পরিবারের মানুষ পড়েছে বন্যার কবলে পড়েছে বেড়েছে দুর্ভোগ। বাড়িঘরে পানি উঠে পড়ায় এসব পরিবারের অনেকেরই মাঝে দেখা দিয়েছে খাবারের সমস্যা।

নদী তীরবর্তী চর দ্বীপচর ও নীচু এলাকায় রোপনকৃত ধান সবজী সহ বিভিন্ন ফসলের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় মারাত্বক হতাশায় পড়েছে তারা। ৫ শতাধিক পুকুরের মাছ ভেসে গেছে।

লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর জানান, বন্যার কবলে পড়া মানুষের দুর্ভোগ লাঘবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই ১৭০ মেট্রিক টন জিআর এর চাল ও ৮ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়াও তিনি জানান, বন্যায় ক্ষতি গ্রস্থদের আর্থিক সহযোগিতা দেয়া হবে।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :