এম এ মান্নান, লালমনিরহাট : লালমনিরহাট জেলার প্রিয়মুখ, গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ এবং প্রেসক্লাব লালমনিরহাটের সাবেক সভাপতি মোফাখখারুল ইসলাম মজনু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর খবর শোনার পর জেলার সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত ৪টা ৩০ মিনিটে ঢাকার জাতীয় নিউরো সায়েন্স ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। লালমনিরহাট জেলার সংবাদ ও সাংবাদিকতায় তাঁর ভূমিকা ছিল অনন্য।
তিনি প্রেসক্লাব লালমনিরহাট প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন এবং জেলার সাংবাদিকতার ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।
তিনি দৈনিক দাবানল, দৈনিক বাংলাবাজার পত্রিকা, সিএসবি টেলিভিশন, সময় টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।
সর্বশেষ তিনি দৈনিক সবুজ বাংলা পত্রিকায় লালমনিরহাট প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।
আজ রাত ৯ টায় সাপটানা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হবার কথা রয়েছে।