নড়াইল প্রতিনিধি:
লোহাগড়ায় নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ১১শ’ পিচ ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে। আটক রমজান মোল্যা (৩৬) উপজেলার কামঠানা গ্রামের উলফত মোল্যার ছেলে। সে দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা বহন করে লোহাগড়ায় এনে ব্যবসা করে আসছিল।
জানা গেছে, গোপন সংবাদের ভিক্তিতে বুধবার রাতে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের এস আই আনিসের নেতৃত্বে একদল পুলিশ কামঠানা গ্রামের রমজানের বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করে তার কাছ থেকে ১১ শ’ পিচ ইয়াবা উদ্ধার করে। পরে তাকে লোহাগড়া থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় লোহাগড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।#