নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : এরশাদ সামরিক শাসন বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের বুকেপিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ লিখে মিছিলে অংশগ্রহণকারী পুলিশের লক্ষ্যভেদী গুলিতে নিহত মহান শহীদ নুর হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে আজ ১০ নভেম্বর শুক্রবার সকাল ৮-৩০টায় ঢাকার জিরো পয়েন্টে শহীদ নুর হোসেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ নুর হোসেনের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এ সময় উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম ও মোহাম্মদ মোহসীন, শ্রমিক জোটের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক কামরুজ্জামান ফসি, যুব জোটের সভাপতি শরিফুল কবীর স্বপন ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজনসহ জাসদ ও সহযোগী সংগঠনসমুহের মহানগরীর নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদনশেষে একটি সংক্ষিপ্ত সমাবেশে জাসদ নেতারা বলেন, জনগণের বীরোচিত গণতান্ত্রিক সংগ্রাম এবং শহীদ নুর হোসেন, শহীদ শাজাহান সিরাজ, শহীদ ডা. মিলনসহ অসংখ্য শহীদের আত্মবলিদানের মধ্য দিয়ে অবৈধ ক্ষমতাদখল, সংবিধান লংঘন, সামরিক অসাংবিধানিক রাজনৈতিক ধারাকে জনতার সংগ্রামের কাছে পরাজিত করে সাংবিধানিক গণতান্ত্রিক রাজনৈতিক ধারার প্রাধান্য ও শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। দুর্ভাগ্যের বিষয় ২০০৯ সাল থেকে বিএনপি জামাত সেই সাংবিধানিক গণতান্ত্রিক রাজনৈতিক ধারাকে ধ্বংস করে দেশে অসাংবিধানিক সরকার আনার জন্য সন্ত্রাসবাদী রাজনীতি পরিচালনা করছে। তারা বলেন, বিএনপি জামাতের সন্ত্রাসবাদী রাজনীতি প্রতিহত করেই দেশে সাংবিধানিক ধারা বজায় রাখা এবং সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করাই সকল গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তির প্রধান রাজনৈতিক কর্তব্য।