বাঙলা প্রতিদিন প্রতিবেদক : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আমরা শিশুদের জন্য একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে চাই, তবে এটি শুধু সরকারের দায়িত্ব নয় বরং প্রতিটি নাগরিকের এবং প্রতিষ্ঠানের দায়িত্ব।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় শিশু সুরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী করতে কাজ
করে যাচ্ছে।
সোমবার (৭ অক্টোবর) উপদেষ্টা ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৪ উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত আনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিপ্লবে যে শিশুরা শহিদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
অভিভাবকদের সান্ত্বনা দিয়ে তিনি বলেন, ১৫ বছরের জঞ্জাল, সকল অন্যায়, মিথ্যাচার দেখে আসছিল বাচ্চারা। তারা রাস্তায় নেমে আন্দোলন করে বুকের রক্ত
দিয়ে এদেশের মানুষকে শিখিয়ে দিয়েছে। দেশকে নতুন করে মুক্ত করেছে। তিনি বলেন, জুলাইয়ে গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে তাদের ব্যথায় আমরা ব্যথিত । তাদের বিচার আমরাও চাই।
উপদেষ্টা বলেন, আমরা আইনি কাঠামো শক্তিশালী করার পাশাপাশি শিক্ষার
মান উন্নয়নে গুরুত্ব দিচ্ছি। বিশ্ব শিশু অধিকার দিবসে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে এমন
একটি সমাজ গড়ে তুলবো, যেখানে প্রতিটি শিশু সুরক্ষিত, সম্পূর্ণভাবে বিকশিত হতে
পারবে।
তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ১০৫ জন শিশুর পরিবারের সদস্যদের মাঝে ৫০ হাজার টাকার প্রাইজবন্ড ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক সচিব নাজমা মোবারেকের সভাপতিত্বে বিশেষ
অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ এমা
ব্রিগাহাম, দুজন শিশু বক্তা ফাহিম রহমান ও নাজিয়া আলম মমতা। শুভেচ্ছা বক্তব্য
রাখেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক তানিয়া খান।