কলকাতা থেকে মনোয়ার ইমাম: শীতে সুন্দরবন মুখী পর্যটকের ভীড় সামলাতে হিমসিম খাচ্ছে ভারতের পুলিশ।
এই শীতে এবার সুন্দরবন পর্যটকে বাড়ছে ভিড়। এ পরিস্থিতি সামলাতে হিমসিম খেতে হচ্ছে পুলিশ প্রশাসনকে। এমন অবস্থা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী ও গোসাবা লঞ্চ ঘাটে। সেই সঙ্গে পর্যটকদের গভীর সুন্দর বন এলাকা ঘুরে দেখাতে নেমে পড়েন বিভিন্ন পযটক সংস্থা।
সেই সঙ্গে তারা আয়োজন করেছে ভুরিভোজ এর ব্যবস্থা। সতর্ক প্রশাসন।যাতে করে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সজাগ দৃষ্টি রাখতে চাইছে পুলিশ প্রশাসন। তবে এই ভরা মৌসুমেও লোকডাউন কাটিয়ে সাধারণ মানুষ পর্যটন মুখী হয়েছে। তাতে খুশি পর্যটক এজেন্সি।