নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জনতা ব্যাংক লিমিটেড সিবিএ কর্তৃক আয়োজিত ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল সোমবার (৩০ আগস্ট) আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ প্রধান অতিথি এবং ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন। ব্যাংকের সিবিএ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় সিবিএ উপদেষ্টা ও শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, সিবিএ সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান, ডিএমডি মোঃ আব্দুল জব্বার, শেখ মোঃ জামিনুর রহমান, মোঃ আসাদুজ্জামান, মোঃ কামরুল আহছান এবং মোঃ নুরুল আলম এফসিএমএ, এফসিএ (সিএফও), অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভাশেষে জাতির পিতাসহ তাঁর পরিবারের সকল শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।