300X70
শনিবার , ১৫ জুলাই ২০২৩ | ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত কার্টুনিস্ট এম এ কুদ্দুস

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ১৫, ২০২৩ ৫:৫১ অপরাহ্ণ

এএইচএম সাইফুদ্দিন : ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি ও কার্টুনিস্ট এম এ কুদ্দুসের জানাজা সম্পন্ন হয়েছে। জাতীয় প্রেসক্লাবের ইমাম মাওলানা মনিরুজ্জামান এ জানাজা পরিচালনা করেন।

জানাজা শেষে তার মরদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।

আজ শনিবার জোহরের নামাজের পর জাতীয় প্রেসক্লাব চত্বরে তার জানাজা শেষে এ শ্রদ্ধা জানানো হয়। এরআগে সকাল সাড়ে ৮টার দিকে শাহীনবাগের বাসায় স্ট্রোক করে কুদ্দুসের মৃত্যু হয়।

গুণী এই কার্টুনিস্টের জানাজায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন, এম এ কুদ্দুস একজন সৎ ও ভালো মানুষ ছিলেন।
আপনাদের কাছে তার জন্য দোয়া চাই, যাতে আল্লাহ তাকে বেহেস্ত নসিব করেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালিন নোমানী, সম্পাদক মাইনুল হাসান সোহেল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেনসহ অনেকে।

জানাজা শেষে এম এ কুদ্দুসের মরদেহে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, সাপ্তাহিক একতা পত্রিকা, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, দৈনিক সংবাদ, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র, ঢাকাস্থ রাজবাড়ী সাংবাদিক সমিতি, সাউথ বাংলা ফটো জার্নালিস্ট অ্যাসোশিয়েশনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

এম এ কুদ্দুস মৃত্যুর আগ পর্যন্ত দৈনিক সংবাদের কার্টুনিস্ট হিসেবে কর্মরত ছিলেন। এর আগে, এম এ কুদ্দুস দৈনিক ইত্তেফাকসহ আরও কয়েকটি জাতীয় দৈনিকে কাজ করেছেন। তার জন্মস্থান রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে।

পত্রিকায় কার্টুন এঁকে এম এ কুদ্দুস সুনাম কুড়িয়েছিলেন। তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজে শোকের ছায়া পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকে তাকে স্মরণ করছেন। শোক জানাচ্ছেন।

তার মৃত্যুতে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বিএফইউজে সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেন, ঢাকা সাব-এডিটরস কাউন্সিরের সভাপতি মামুন ফরাজী, সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয়, বাংলাদেশ অনলাইন সাংবাদিক পরিষদের সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক মনসুর আহম্মেদসহ অন্যরা গভীর শোক প্রকাশ করেছেন।

বাঙলা প্রতিদিন২৪.কম

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

কয়রার ওসি এবিএমএস দোহা খুলনা জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত

যারা নীতি ও আদর্শহীন; তাদেরই পায়ের নীচে মাটি নাই : নৌপরিবহন প্রতিমন্ত্রী

মানিকগঞ্জে সহকর্মীকে কুপিয়ে হত্যা, আনসার সদস্য আটক

এডিসের লার্ভা পেলেই কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি মেয়র আতিকের

সড়কে ঝরল এসআই সবুজের প্রাণ

বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, কিলোফ্লাইটের বৈমানিক এবং তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা

মৃদু শৈত্যপ্রবাহ বইছে উত্তরের জেলাগুলোতে

যাবজ্জীবন দন্ড প্রাপ্ত ব্যক্তি একযুগ পর গ্রেফতার

নতুন সরকার শ্রমিকদের ন্যায্য দাবী পূরণে প্রতিজ্ঞাবদ্ধ : আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

নারীর জীবনমান উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : সিমিন হোসেন রিমি