নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহীদদের স্মরণে ঢাকা আইনজীবী সমিতি ১৩ সেপ্টেম্বর রাস্ট্রপতি মোঃ জিল্লুর রহমান মিলনায়তনে আয়োজন করেছে নাট্যানুষ্ঠান।
ঢাকা আইনজীবী সমিতির আমন্ত্রণে মহাকাল নাট্য সম্প্রদায় পরিবেশন করবে- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পরিবার পরিজনদের পরিকল্পিতভাবে নৃশংস হত্যাকান্ডের অজানা সত্য উদ্ঘাটনে গবেষণালব্ধ পান্ডুলিপি- মহাপ্রয়াণের শোক আখ্যান ‘শ্রাবণ ট্র্যাজেডি’ এর ৪০তম মঞ্চায়ন।
নাটকটি রচনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক আনন জামান এবং নির্দেশনা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফর্মেন্স স্টাডিস বিভাগের সহযোগী অধ্যাপক আশিক রহমান লিয়ন।
নাট্যানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা’র সিনিয়র জেলা ও দায়রা জজ এ.এইচ.এম. হাবিবুর রহমান ভূঁঁইয়া, উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগ এর আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী মোঃ নজিবুল্লাহ হিরু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট সাইদুর রহমান মানিক, সভাপতিত্ব করবেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ মিজানুর রহমান মামুন এবং সঞ্চালন ও ধন্যবাদ জ্ঞপন করবেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার গোলাম কিবরিয়া জোবায়ের।
দীর্ঘ নয় মাস গবেষণালব্ধ এ পান্ডুলিপিতে জাতির জনককে হত্যার প্রত্যক্ষ পরিকল্পনাকারী রাজনৈতিক ও সামরিক বেনিয়াদের অংশগ্রহন ও কার্যকারণ উন্মোচিত হয়েছে- যা প্রজন্ম থেকে প্রজন্মের জানার অধিকার রয়েছে। একটি ভূখন্ডের স্থপতি মহান নেতার হত্যাকারীদের চেনবার জানবার– ঘৃনা প্রকাশের অধিকার রয়েছে স্বাধীন নাগরিকগণের।
অসাম্প্রদায়িকতার মূর্ত প্রতিক- মানুষের প্রতি বঙ্গবন্ধুর ভালোবাসা ও সাধারণ মানুষের সাথে তার নিবীড় সম্পর্ক, বৃটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ও রাষ্ট্র গঠনে তার সত্যনিষ্ট দুর্বার প্রচেষ্টা রচিত হয়েছে এ পান্ডুলিপিতে।
মহান নেতার হত্যাকারী রাজনৈতিক ও সামরিক বেনিয়া আর খুনীদের মূখোশ উন্মোচনের মধ্য দিয়ে নতুন প্রজন্মকে সতর্ক করা এবং খুনীদের ও তাদের অনুসারীদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করার প্রত্যয় তৈরীতে ভূমিকা রাখবে এ নাট্য প্রযোজনা।
নাটকটির নেপথ্য শিল্পীরা হলেন-মঞ্চ, আলো, পোষাক ও আবহসঙ্গীত পরিকল্পনায় আশিক রহমান লিয়ন, এ্যানিমেশন ও আবহসঙ্গীত সম্পাদনায় কাজী মোহাইমিনুল হক, কোরিওগ্রাফী আমিনুল আশরাফ, পোস্টার ডিজাইন দেব্যেন্দু উদাস, রূপসজ্জা শিল্পী শুভাশীষ দত্ত তন্ময়, প্রযোজনা ব্যবস্থাপক ইকবাল চৌধুুরী, মঞ্চ অধিকর্তা কবির আহামেদ, প্রযোজনা সমন্বয়ক মো: শাহনেওয়াজ, প্রযোজনা অধিকর্তা মীর জাহিদ হাসান ও সামগ্রিক তত্ত্বাবধানে আফজাল হোসেন।
নাটকটিতে অভিনয় করছেন ফারুক আহমেদ সেন্টু, মোঃ শাহনেওয়াজ, মনিরুল আলম কাজল, পলি বশ্বস, সামিউল জীবন, শিবলী সরকার, রিফাত হোসেন জুয়েল, তারেকেশ্বর তারোক, আহাদুজ্জামান কলিন্স, কোনাল আলী চৈতি সাথী, কানিজ ফাতেমা লিসা, কাজী তারিফ, স্বপ্নিল, ইব্রাহিম রিও, রেদোয়ান হোসেন, নূর আকতার মায়া, সোহেল আহমেদ, রাকিব হাসান, মিজান শান্ত, ইকবাল চৌধুরী, ইজেল, রাজীব দেব ও মীর জাহিদ হাসান।