300X70
শনিবার , ৩ আগস্ট ২০২৪ | ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

সংকটের সুযোগ নিচ্ছে অ্যাম্বুলেন্স সার্ভিস

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ৩, ২০২৪ ১:২৮ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ১৯ জুলাই নারায়ণগঞ্জে সংঘর্ষে পুলিশের গুলিতে আহত হন সিফাত আব্দুল্লাহ (২৩)। তাৎক্ষণিক তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকের পরামর্শে পাঁচ দিন পর গত মঙ্গলবার তাকে রাজধানীর অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) আনা হয়। এ জন্য অ্য্যাম্বুলেন্সে ১৪ হাজার টাকা ভাড়া গুনতে হয়। স্বাভাবিক সময়ে এই ভাড়া ছিল ছয় থেকে সাত হাজার টাকা।

গত ১৮ জুলাই মাদারীপুর জর্জকোর্ট এলাকায় পুলিশের গুলিতে আহত হন অনিক হাওলাদার। শুরুতে জেলা সদর হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

ওই দিন নিরাপত্তার ঝুঁকির কারণে কোনো অ্যাম্বুলেন্স আসতে রাজি হয়নি। পরে ১৯ জুলাই কারফিউর মধ্যে ১৭ হাজার টাকা ভাড়া দিয়ে রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আনা হয় অনিককে, যা স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ।

অনিকের ভাই সোহাগ হাওলাদার জানান, ঘটনার পরের দিন শুক্রবার রাতে সারাদেশে কারফিউর মধ্যেই ঝুঁকি নিয়ে ঢাকায় আসেন তারা। আগের দিন গাড়ি ভাঙচুর হতে পারে এই ঝুঁকিতে অ্যাম্বুলেন্স আসতে চায়নি। ভাইকে প্রাণে বাঁচাতে পরের দিন ৯ হাজার টাকার স্থলে প্রায় দ্বিগুণ ভাড়া দিয়ে ঢাকায় আসতে হয়েছে।

রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও কারফিউর কারণে নিরাপত্তা ঝুঁকির অজুহাত দেখিয়ে দ্বিগুন ভাড়া আদায় করছেন অ্যাম্বুলেন্স চালকরা।

তারা বলেন, সংঘর্ষে আহত বা গুলিবিদ্ধ হলে এমনিতেই চিকিৎসা পেতে প্রশাসনিক নানা হয়রানি ও ভোগান্তির শিকার হতে হয়। এর মধ্যে অ্যাম্বুলেন্স সার্ভিসের এমন বাড়তি ভাড়ার খড়গে বিপাকে পড়েছেন তারা, বাদ যাচ্ছে না সাধারণ রোগীও।

সরেজমিন গত বুধবার দুপুর ১২টার দিকে গিয়ে অর্থোপেডিক হাসপাতালে গিয়ে দেখা যায়, আম্বুলেন্সের ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিছুক্ষণ পর পর আহত রোগীদের আনা হচ্ছে।

এ সময় কথা হয় সড়ক দুর্ঘটনায় আহত রাকিবুল হাসানের ভাই মুস্তাফিজুর রহমানের সঙ্গে। তিনি বলেন, কিছু দিন আগে চিকিৎসার জন্য তার বাবাকে অ্যাম্বুলেন্সে ঢাকায় এনেছেন। ভাড়া নিয়েছিল ৭ হাজার টাকা। সেখানে ওই দিন (বুধবার) ভাইকে ঢাকায় আনতে ১৫ হাজার টাকা গুনতে হয়েছে।

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে জানতে চাইলে অ্যাম্বুলেন্সচালক শাহ আলম বলেন, ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে পদে পদে ভোগান্তির শিকার হতে হচ্ছে। জরুরি সেবা জেনেও অনেক সময় অ্যাম্বুলেন্স আটকে দেওয়া হয়। ভাঙচুরও করা হয়। কারফিউর সময় বহু আহত রোগীকে বাধার মুখে আনা সম্ভব হয়নি।

বিপদ জেনেও ঝুঁকি নিতে হচ্ছে। অনেক জায়গায় হামলার ঘটনা ঘটছে। আবার রোগী নিয়ে যাওয়ার সময় ছেড়ে দিলেও ফিরে আসার সময় খালি গাড়ি দেখে ভাঙচুর করা হয়। এ ছাড়া খালি অ্যাম্বুলেন্স দেখলে অনেক সময় পুলিশও আটকে দেয়। এ অবস্থায় দ্বিগুণ ভাড়া না নিয়ে উপায় থাকে না।

আরেক চালক মো. মনির হোসেন বলেন, লাশ নিয়ে যাওয়ার সময়ও অ্যাম্বুলেন্স আটকে দেয় পুলিশ। গুলিবিদ্ধ রোগী দেখলে সমস্যা আরও বেশি। আবার হামলা-ভাঙচুরও করে আন্দোলনকারীরা। হামলা হলে মেরামতের খরচ তো রোগী দেন না। নিরুপায় হয়েই বাড়তি ভাড়া নিতে হচ্ছে। প্রশাসন সহযোগিতা করলে এমনটা হতো না।

বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা বলেন, আন্দোলনের শুরুর দিকে শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্স ছেড়ে দিলেও পরে সহিংসতা বেড়ে যাওয়ায় বহু অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়েছে। এর মধ্যে সারাদেশে অন্তত ২০০ অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়েছে।

এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া ও মহাখালীতে দুটি অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেওয়া হয়েছে। একেকটি অ্যাম্বুলেন্সের দাম ২৫ লাখ টাকা। এসব ঘটনার পর কেউ ঝুঁকি নিয়ে যেতে চায় না। যাদের খুব বেশি প্রয়োজন তাদের যেতেই হয়। ভাড়াটা বেশি নেওয়ার বিষয়টি আমরা প্রত্যাশা করি না।

কিছু পরিস্থিতিতে মারাত্মক ঝুঁকি নিয়ে চলতে হয় বলে ভাড়া বেশি নিতে বাধ্য হন চালকরা। তিনি বলেন, কোনো অ্যাম্বুলেন্স চালক গুলি খেলে বা তার গাড়ি পুড়িয়ে দিলে নিরাপত্তা দেবে কে? কে কোন দল করে, আমাদের দেখার বিষয় না।

মানুষের সেবা করাই কাজ। সহিংসতার কারণে বেশিরভাগ চালক রাস্তায় নামতে চান না। যে কারণে বহু আহত রোগী দেখেছি অ্যাম্বুলেন্স পাচ্ছেন না। নিরুপায় হয়ে তারাও বেশি ভাড়ার অফার দেন। এসব নানা কারণে চালকরা বেশি ভাড়া নিচ্ছেন।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

নান্দাইলে ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছর পূর্তি পালিত

সৌদি আরবের নাজরান শহরে সোনালী ব্যাংক জেদ্দা প্রতিনিধির অফিসের বিভিন্ন ব্যাংকিং সেবা

গাড়ি বেড়েছে সড়কে, যানজটও রয়েছে কোথাও কোথাও

বুয়েটে ভর্তির চূড়ান্ত পরীক্ষা আজ

আইন মানার দায়িত্ব বিদেশি চ্যানেল ও দেশে সম্প্রচারকারী উভয়েরই : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ব্যবসায়ী হাসান হত্যা : প্রতিবাদী সমাবেশ গাইবান্ধা সদর থানার ওসির শাস্তি দাবী

পলাশবাড়ীতে নিয়োগ প্রতারকচক্রের হোতা শাহারুল গ্রেফতার 

৪র্থ শিল্প বিপ্লবের কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রযুক্তি রোবোটিক প্রসেস অটোমেশন (RPA) এর উদ্বোধন করলো ইউসিবি

বাউবি’র নবনির্মিত বিভিন্ন স্থাপনার উদ্বোধন