কলকাতা থেকে মনোয়ার ইমাম: সাগরের মোহনায় চেমাগুড়ি নদীতে নৌকা ডুবি। ক্ষতি লক্ষাধিক টাকার মালামাল। পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত সাগর এ আজ শুক্রবার একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে।
এই নৌকা করে লক্ষাধিক টাকার মালামাল নিয়ে আসছিল কাকদ্বীপের জেটি থেকে নামখানা হয়ে সাগরে। কিন্তু নৌকা তলদেশে ফুটো হয়ে নৌকা ডুবি হয়। এবং এই নৌকায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে মাল এর।
ডুবন্ত নৌকাকে উদ্ধার করতে ছুটে আসেন সাগর এর বড় ভেসেল। এবং নৌকার লোকজন উদ্ধার করতে ছুটে আসেন স্হানীয় ধীবর ও মাঝি ও মাল্লার দল। নৌকা কে টেনে তুলে ডাঙ্গায় নিয়ে আসার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন।