বাইরের ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত এবং আহত আরও অন্তত শতাধিক।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৩টার দিকে ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে ১০২ কিলোমিটার উত্তরে ২০ কিলোমিটার ভূগর্ভে। ভূমিকম্পের পর অন্তত ১০০ মাটির ঘর ধসে প্রাণ হারায় অনেকে।
এছাড়া একটি কয়লার খনি ধসে অন্তত ৪ শ্রমিক নিহত হয়। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশকিছু সরকারি কার্যালয়সহ অসংখ্য ভবন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা।
রিখটার স্কেলে শক্তিশালী এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭।
আহতদের উদ্ধারে অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা। এছাড়া আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা। দেশটিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় ভূমিকম্পের পর স্থানীয় বাসিন্দারা সড়কে অবস্থান নেন।