সংবাদদাতা, বাগেরহাট: বাগেরহাটের মোংলায় ছুরিকাঘাতে মো. শাহীনকে হত্যাকারী মো. মারুফ হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে খুলনা জেলার কয়রা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে আজ দুপুরে নিহতের বড় বোন খাদিজা বেগম বাদী হয়ে মারুফকে প্রধান আসামি এবং আরও ৪-৫ জনকে আসামি করে মামলা করেন।
গ্রেপ্তারকৃত মারুফ খুলনা জেলার কয়রা উপজেলার মো. আব্দুর রশিদের ছেলে। তিনি মোংলা পৌর শহরের ছাড়াবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘ঘটনার পর থেকে পুলিশ অভিযুক্ত মারুফকে গ্রেপ্তারে কাজ করছে। আজ রাতে খুলনা জেলার কয়রা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’