প্রতিনিধি, সিরাজদিখান : সিরাজদিখান প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে থানা অফিসার ইনচার্জ এসএম জালাল উদ্দিন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের সভাপতি ইমতিয়াজ বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাবেদুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে নতুন যোগদানকৃত ওসি এসএম জালাল উদ্দিনকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
প্রেসক্লাবের আয়োজনে এ সময় বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইমদাদুল হক পলাশ, সাবেক সভাপতি সামসুজ্জামান পনির, সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, সহ-সভাপতি মোহাম্মদ মোক্তার হোসেন।
এসএম জালালউদ্দিন তাঁর বক্তব্যে বলেন, জনগনের টাকায় আমাদের বেতন, সেই বেতনে আমাদের পরিবার সংসার চলে। রাজারবাগ পুলিশ লাইনে পুলিশের উদ্দেশ্যে বঙ্গবন্ধু তাঁর বক্তব্যে সে সময় বলেছিলেন তোমরা জনগনের পুলিশ হও। তাই আমরা জনগণের পুলিশ হতে চাই। আমরা সবাইকে সেবা দিতে চাই সে যেই হোক। থানায় মামলা, জিডি, পুলিশ ভেরিফিকেশন করতে কোন টাকা লাগে না। যদি কোন দালাল বা কেউ টাকা নেয়, আমাকে জানালে ব্যবস্থা নিবো। তিনি আরো বলেন, এ উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাংবাদিকদের প্রতি তথ্য সহযোগিতা কামণা করি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আব্দুল্লাহ আল মাসুদ, ইসমাইল খন্দকার, যুগ্ন সম্পাদক নাছির উদ্দিন, যুগ্ন সম্পাদক সালাউদ্দিন সালমান, কোষাধ্যক্ষ নাজমুল মোল্লা, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম চমক, দপ্তর সম্পাদক আজাদ বিন আজম নাদভী, সুলতানা আক্তার, হামিদুল ইসলাম লিংকন, আরিফ হোসেন হারিছ, সেলিনা ইসলাম রুপাসহ অন্যান্য সদস্যরা।