সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত এক নারীর (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার সকাল ৯ টার দিকে উপজেলার ভাটিয়ারী এলাকার রেললাইন থেকে তার লাশ উদ্ধার করে ফৌজদারহাট রেলওয়ে পুলিশ।
স্থানীয়দের ধারণা, রেললাইনে হাঁটার সময় ঢাকামুখী ট্রেনের ধাক্কায় ওই নারী নিহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাটিয়ারী রেল স্টেশন থেকে আধা কিলোমিটার দুরে সেতুর কাছাকাছি রেললাইনের পাশে অজ্ঞাত নারীর লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফৌজদারহাট রেলওয়ে পুলিশের একটি টিম লাশটি উদ্ধার করে চট্টগ্রাম রেলওয়ে থানায় হস্তান্তর করে।
চট্টগ্রাম রেলওয়ে থানার এসআই সালাউদ্দিন আল নোমান বলেন, ভাটিয়ারী রেল স্টেশনের উত্তরের রেললাইনের পাশ থেকে এক মধ্য বয়সী নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।