300X70
বুধবার , ১০ জানুয়ারি ২০২৪ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

সোহরাওয়ার্দী উদ্যানে আ.লীগের সমাবেশ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ১০, ২০২৪ ১:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সমাবেশে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ সদস্যদের পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যদের মাধ্যমে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

বুধবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে এ চিত্র লক্ষ্য করা যায়।

সমাবেশস্থল ঘুরে দেখা যায়, প্রস্তুতির শেষ পর্যায়ের টুকটাক কাজ করছেন দায়িত্বরত কর্মীরা। মাইক চেকিং, ব্যানার ঠিক করা, চেয়ার গোছানোসহ অন্যান্য কাজে তারা ব্যস্ত রয়েছেন। তবে নিরাপত্তার কথা মাথায় রেখে মূল সমাবেশস্থলে এখন কাউকেই ঢুকতে দিচ্ছেন না আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্বরত কর্মকর্তারা।

সোহরাওয়ার্দী উদ্যানের গেটের বাইরে টিএসসি মোড়ে শতাধিক পুলিশ সদস্য পাহারায় রয়েছেন। তাছাড়া গেটে বসানো হয়েছে সিকিউরিটি মেশিন। গেটের ভেতর ও বাহির দুপাশেই ডিবি ও পুলিশের সদস্যরা কড়া নজরদারিতে রয়েছেন। গেট দিয়ে প্রবেশ করতেই দুই স্তরে পুলিশ ও ডিবির সদস্যরা চেক করছেন। যদিও দুপুরের আগে জনসাধারণের জন্য প্রবেশে রয়েছে নিষেধাজ্ঞা। শুধু বিশেষ অনুমতিপত্র দেখাতে পারলেই সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

এদিকে, উদ্যানের ভেতরে মূল সমাবেশস্থলকে সুরক্ষিত রাখতে বাঁশ দিয়ে বেষ্টনী করা হয়েছে। বেষ্টনীর পাশেই পুলিশ ও রাবের সদস্যরা পাহারায় রয়েছেন। মূল সমাবেশস্থলে প্রবেশ পথেও বসানো হয়েছে সিকিউরিটি মেশিন।

সমাবেশস্থলে বিকেল ৩টার দিকে আসার কথা রয়েছে। তাই আমরা নিজেদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সর্বশেষ - খবর