300X70
মঙ্গলবার , ২৯ আগস্ট ২০২৩ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আলোচিত খবর
  6. উন্নয়নে বাংলাদেশ
  7. এছাড়াও
  8. কবি-সাহিত্য
  9. কৃষিজীব বৈচিত্র
  10. ক্যাম্পাস
  11. খবর
  12. খুলনা
  13. খেলা
  14. চট্টগ্রাম
  15. জাতীয়

সৌদি ট্যুরিজম অথরিটির সঙ্গে বাংলাদেশের সায়মন হলিডেজের চুক্তি

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ২৯, ২০২৩ ১২:৪৭ পূর্বাহ্ণ

অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাংলাদেশ থেকে আরও বেশি পর্যটক আকর্ষণ করতে চায় সৌদি আরব। এ কারণে সৌদি সরকার পর্যটন উন্নয়নের ভিশন-২০৩০ লক্ষ্য রেখে ব্যাপক কর্মপন্থা গ্রহণ করেছে। তার অংশ হিসেবে বাংলাদেশে সৌদি ট্যুরিজম অথরিটি পর্যটক আকর্ষণের জন্য বাংলাদেশের সায়মন গ্রূপের অঙ্গ-প্রতিষ্ঠান সায়মন হলিডেজের সঙ্গে চুক্তি সাক্ষর করেছে।

সৌদি ট্যুরিজম অথরিটির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন নূসুক, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট আলহাসান এ. আলদাব্বাঘ এবং সায়মন হলিডেজের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আফসিয়া জান্নাত সালেহ।

জানা গেছে, সৌদি আরব মুসলমানদের মক্কা ও মদীনা দুইটি পবিত্র নগরী অবস্থানের কারণে আরব দেশগুলো মুসলিম বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। এছাড়াও দেশটিতে রয়েছে প্রাচীন আরব সভ্যতার বহু উল্লেখযোগ্য নিদর্শন ও প্রাচীন সভ্যতার নিদর্শন সম্বলিত অনেক যাদুঘর।

সৌদি সরকার পর্যটন সেক্টরে প্রচুর বিনিয়োগের পরিকল্পনায় জাতীয় পর্যটন মনিটরিং প্লাটফর্ম ভিজিট ও ওমরাহ্ ভিসা প্রদানের কার্যক্রম গ্রহণ করেছে। সৌদি ট্যুরিজম অথরিটি পর্যটক আকর্ষণের জন্য বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে নির্ধারণ করেছে।

উল্লেখ্য, সায়মন হলিডেজ বর্তমানে শ্রীলংকান হলিডেজের প্রতিনিধিত্ব ছাড়াও অন্যান্য বেশ কিছু দেশে ট্যুর প্যাকেজ ব্যবস্থাপনা করে।

সর্বশেষ - ক্যাম্পাস

ব্রেকিং নিউজ :