নোয়াখালী-প্রতিনিধি:নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া স্বামীর ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ মৃত্যু হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, গত শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার ৮নং সোনাদীয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশ্চিম চরছেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুরমা আক্তার (২৭) একই এলাকার নুরুল ইসলাম’র মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সে স্বামীসহ বাবার বাড়িতে বেড়াতে আসে। স্বামীর সাথে অভিমান করে, পরিবারের সদস্যদের অগোচরে গত শনিবার দুপুর ১টার দিকে বাবার বসত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়। তখন পরিবারের সদস্যরা দেখতে পেয়ে দ্রুত রশি কেটে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গো পাঠানো হয়েছে। পুলিশ এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে